গোবরের সাবান, গো-মূত্রের টুথপেস্ট, মুম্বইয়ের এক কোম্পানি বাজারে আনল ‘কাউপ্যাথি’!

Last Updated:

অ্যালোপ্যাথি শুনেছেন, হোমিওপ্যাথিও শুনেছেন ৷ এবার বাজারে এল ‘কাউপ্যাথি’ !

#মুম্বই: অ্যালোপ্যাথি শুনেছেন, হোমিওপ্যাথিও শুনেছেন ৷ এবার বাজারে এল ‘কাউপ্যাথি’ ! কোয়ার্জ মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বইয়ের এক নতুন প্রসাধনী কোম্পানি এবার বাজারে আনতে চলেছে গরুর গোবর ও মূত্র দিয়ে তৈরি প্রসাধীন সামগ্রী ৷ খবর অনুযায়ী, গোবর দিয়ে তৈরি হবে সাবান আর মূত্র দিয়ে তৈরি হবে টুথপেস্ট৷ সঙ্গে অবশ্য মেশানো হবে মাখন ও ঘি ৷
তবে শুধুই যে সাবান, টুথপেস্ট নয় ৷ এই কোম্পানি তৈরি করে ফেলেছে হেয়ার ওয়েল, ফেস ওয়াশ ৷ ‘কাউপ্যাথি’ কোম্পানির কর্ণধার উমেশ সোনি জানিয়েছেন, ‘আয়ূর্বেদ সবসময়ই আমাদের জন্য ভালো ৷ তবে গোবরের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা আমাদের ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী ৷ তবে শুধু গোবরই নয়, গো-মূত্রের মধ্যেও রয়েছে প্রচুর উপকারী উপাদান ৷ ’
advertisement
জানা গিয়েছে, এই ‘কাউপ্যাথি’র প্রসাধনীগুলো খুবই জনপ্রিয় ৷ কোম্পানির হিসেবে বলছে, প্রায় ৪৫০০০ সাবান গোটা ভারতে বিক্রি হয় ৷ ৭৫ গ্রাম সাবানের দাম ৩৫ টাকা আর ১০০ গ্রাম টুথপেস্টের দাম ৭৫ টাকা ৷ চাহিদা আছে ফেসওয়াশ ও ফ্লোর ক্লিনারেও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোবরের সাবান, গো-মূত্রের টুথপেস্ট, মুম্বইয়ের এক কোম্পানি বাজারে আনল ‘কাউপ্যাথি’!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement