Caught On Cam: খেলা চলাকালীন বেঙ্গালুরুতে ভেঙে পড়ল ফুটবল স্টেডিয়ামের একাংশ! আহত ৮

Last Updated:

Bengaluru Football Stadium collapsed on July 21: ‘চিফ মিনিস্টার কাপ’ খেলার সময় বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামের (বিএফএস) একটি অংশ খসে পড়ে৷ ঘটনাটি ঘটে ২১ জুলাই৷ এই ঘটনায় কমপক্ষে ৮ জন দর্শক আহত হয়েছিল।

বেঙ্গালুরুর ফুটবল স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়ল (Photo Credits: X)
বেঙ্গালুরুর ফুটবল স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়ল (Photo Credits: X)
বেঙ্গালুরু: ‘চিফ মিনিস্টার কাপ’ খেলার সময় বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামের (বিএফএস) একটি অংশ খসে পড়ে৷ ঘটনাটি ঘটে ২১ জুলাই৷ এই ঘটনায় কমপক্ষে ৮ জন দর্শক আহত হয়েছিল।
অনেকেই অভিযোগ করেছেন, প্রায় আট বছর ধরে এই স্টেডিয়ামের অংশটি খারাপ অবস্থাতে ছিল৷ সেইদিন শান্তি নগর বিধানসভা এবং সি ভি রমন নগর বিধানসভার মধ্যে খেলা হচ্ছিল৷ ম্যাচ চলাকালীন অবস্থাতেই স্টেডিয়ামের  একটি অংশ ভেঙে পড়ে।
advertisement
দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিতে ভাইরাল হয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে খেলা চলা অবস্থাতে হঠাৎ করেই ওই অংশটি ভেঙে পড়ে৷ এক সংবাদ সংস্থার খবর অনুসারে, কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএসএ) জানিয়েছে যে, যখন ঘটনাটা ঘটেছিল, তখন কয়েকজন খেলোয়াড় ওখানেই ছিল৷ কিন্তু কেউ গুরুতর আহত হয়নি।
advertisement
যদিও স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, কিছুজনের আঘাত গুরুতর হতেও পারে৷ সংবাদ সংস্থার সঙ্গে একটি কথোপকথনে হাসপাতালের একটি সূত্র থেকে জানা গিয়েছে, “রবিবার ফুটবল স্টেডিয়ামে একটি দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ৬জন এখানে আসে৷ একজনের আঙুল ভেঙে যায়৷ তবে বাকি সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷
advertisement
ভেঙে পড়ার সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে একজন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিএফএস ভেঙে পড়ার ভিডিও ক্লিপ এটি। লজ্জার ঘটনা। কেউ কেউ গুরুতর জখম, আমি নিজে শুনেছি।
ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে, BFS-এ উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী সংবাদসূত্রকে জানিয়েছেন, “শান্তি নগর এবং সিভি রমন নগরের মধ্যে ফাইনাল দেখতে হাজার হাজার মানুষ এসেছিলেন। সামনের অংশের একটি অংশ ভেঙে পড়লে অনেকেই আহত হন। যদিও সঙ্গে সঙ্গে সমর্থকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এর ফলে ম্যাচ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।”
advertisement
প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Caught On Cam: খেলা চলাকালীন বেঙ্গালুরুতে ভেঙে পড়ল ফুটবল স্টেডিয়ামের একাংশ! আহত ৮
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement