India Republic Day 2021: প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় উড়ল 'কৃষকদের পতাকা'
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও শেষরক্ষা হল না৷ আটকান গেল না কৃষিআইন বিরোধী বিক্ষুব্ধ কৃষকদের৷ এবার তাঁরা দিল্লির লালকেল্লার গেট ভেঙে ভিতরে প্রবেশ করল৷ এখানেই শেষ নয়, লালকেল্লায় নিজেদের পতাকাও উত্তোলন করলেন তাঁরা৷
#নয়াদিল্লি: কৃষক বিদ্রোহের জেরে এবার এক অন্য প্রজাতন্ত্র দিবস দেখছে ভারত৷ মঙ্গলবার সকালেই সিংঘু সীমান্তে পুলিশের ব্যারিকে়ড ভাঙা থেকে হাজার হাজার কৃষকের জমায়েত এবং ট্র্যাক্টর মিছিল দেখেছে দিল্লির রাজপথ৷
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আন্দোলনের তীব্রতা আরও বাড়তে থাকে৷ রীতিমতো অসহায় দিল্লি পুলিশকে কাঁদানে গ্যাসও ছুড়তে হয়েছে৷ হয়েছ লাঠি চার্জও৷ কৃষকদের আটকাতে বারবার ব্যর্থ হয়েছে পুলিশ৷ কিন্তু এবার যেন সবচেয়ে অনভিপ্রেত ঘটনাটিই ঘটে গেল৷ কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও শেষরক্ষা হল না৷ এবারও আটকান গেল না কৃষিআইন বিরোধী বিক্ষুব্ধ কৃষকদের৷ এবার তাঁরা দিল্লির লালকেল্লার গেট ভেঙে ভিতরে প্রবেশ করল৷ এখানেই শেষ নয়, লালকেল্লায় নিজেদের পতাকাও উত্তোলন করলেন তাঁরা৷ সেই ভিডিও ট্যুইট করেছে সংবাদ সংস্থা এএনআই৷
advertisement
#WATCH A protestor hoists a flag from the ramparts of the Red Fort in Delhi#FarmLaws #RepublicDay pic.twitter.com/Mn6oeGLrxJ
— ANI (@ANI) January 26, 2021
advertisement
পুলিশ আগে জানিয়েছিল যে, এদিন দুপুর ১২ টা নাগাদ কৃষকদের মিছিল নির্দিষ্ট তিনটি রুটে গিয়ে আবার উৎসস্থলে ফিরে আসবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টো ছবিটাই দেখা গেল। চার ঘণ্টা আগেই কৃষকরা চলে আসেন প্রতিবাদ জানাতে৷ সকাল আটটা বাজতে না বাজতেই রাজপথের দখল নেন তাঁরা৷ দিল্লির নয়ডা মোড়, আইটিও মোড়, এসবিটি এলাকা কার্যত উত্তপ্ত হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী নিরাপত্তা বজায় রাখতে নানগলোই, নানগোলোই রেলস্টেশন, রাজধানী পার্ক, গেভরা, তিকরি কলন, তিকরি বর্ডার, পন্ডিত শ্রীরাম শর্মা, বাহাদুরগড় সিটি, ব্রিগেডিয়ার হোশিয়ার সিং স্টেশনে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2021 3:51 PM IST