'মুশকিলো মে হ্যায় ওয়াতন' গান গেয়ে গৃহবন্দি মানুষকে পাশে থাকার আবেদন জানালেন পুনের পুলিশ কনস্টেবল !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সরফরোশ ছবির দেশভক্তির গান গেয়ে মানুষকে তিনি উৎসাহিত করলেন। পাশে থাকতে আবেদন জানালেন।
#মুম্বই: সারা দেশে এখন করোন আতঙ্ক। যেভাবে করোনা মানুষের প্রাণ কাড়ছে তা সত্যিই ভয়ের বিষয়। এই পরিস্থিতি সকলে মিলিতভাবে চেষ্টা করতে হবে করোনা মোকাবিলায়। ভারত সরকার ২১ দিনের লকডাউন ঘোষণা করে মানুষকে গৃহবন্দি করেছে। এই যুদ্ধে এক মুহূর্তের জন্য বিরাম নেই পুলিশের। তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই রোজ পথে নামছেন। মানুষকে বাধ্য করছেন ঘরে থাকতে। বোঝাচ্ছেন। তাঁদের এই কাজ ইতিহাস ভুলবে না।
করোনায় আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে প্রতিদিন বাড়ছে। পুলিশ পথে নেমে রোজ মানুষকে বোঝাচ্ছেন। এবার তাঁরা এক নতুন পন্থা বেছে নিলেন। পুনের এক পুলিশ কনস্টেবল রাস্তায় নেমে মাইক হেকে গান গাইলেন। তিনি মাইক নিয়ে গাইলেন, "জিন্দেগি মৌত না বনযায়ে, সামালো ইয়ারো। হো রাহা চেয়নো আমন। মুশকিলো মে হ্যায় ওয়াতন।" এই গান করে তিনি মানুষকে পাশে থাকার আবেদন জানালেন। সরফরোশ ছবির দেশভক্তির গান গেয়ে মানুষকে তিনি উৎসাহিত করলেন। পাশে থাকতে আবেদন জানালেন। মনের জোর বাড়ালেন। এই ভিডিওটি জাতীয় কংগ্রেস দলের অনিল দেশমুখ তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
advertisement
A Maharashtra police constable breaks into song in a bid to convince people to co-operate & stay indoors... Hope people listen to his musical entreaty!#FootSoldiersofWarOnCorona pic.twitter.com/RhuEdBN9h6
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) March 27, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2020 4:01 PM IST