হোম /খবর /দেশ /
নিজের ‘ডেথ সার্টিফিকেট’ নেওয়ার জন্য পুরসভা থেকে ফোন এল জীবিত ব্যক্তির কাছে!

Thane: কী কাণ্ড ! নিজের ‘ডেথ সার্টিফিকেট’ নিয়ে যাওয়ার জন্য পুরসভা থেকে ফোন এল জীবিত ব্যক্তির কাছে!

Representational Image

Representational Image

সাংবাদিকদের চন্দ্রশেখর জোশী জানান, করোনায় তিনি আক্রান্ত হয়েছিলেন বটে ৷ কিন্তু হোম আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে ওঠেন ৷ এবার পেলেন নিজেরই ডেথ সার্টিফিকেট কালেক্ট করার কল !

  • Last Updated :
  • Share this:

থানে, মহারাষ্ট্র: এমনটাও যে ঘটতে পারে, তা হয়তো কল্পনাও করা কঠিন ৷ মহারাষ্ট্রের থানের এক ৫৫ বছরের স্কুল শিক্ষক পেলেন এমন একটা ফোন কল, যাতে তাঁর চক্ষু চড়কগাছ ৷ থানের পুরসভা থেকে কল করে ওই স্কুল শিক্ষককে বলা হয, যে তাঁর ডেথ সার্টিফিকেট রেডি রয়েছে ৷ দয়া করে এসে নিয়ে যান !

এমনটা শুনে প্রথমে থতমত খেয়ে গিয়েছিলেন থানের বাসিন্দা চন্দ্রশেখর জোশী ৷ তাঁকে পুরসভার পক্ষ থেকে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর পক্ষ থেকে এমনটাই রিপোর্ট পাঠানো হয়েছে, যে গত ২২ এপ্রিল, ২০২১ চন্দ্রশেখর জোশী মারা গিয়েছেন ৷ ডেথ সার্টিফিকেটে কোভিডে মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে ৷ ১০ মাস আগেই নাকি মৃত্যু হয় চন্দ্রশেখরবাবুর ৷ আর সবকিছু তাকেই ফোন করে বলা হচ্ছে, যিনি নাকি সরকারি রেকর্ডে ‘মারা’ গিয়েছেন !

সাংবাদিকদের চন্দ্রশেখর জোশী জানান, করোনায় তিনি আক্রান্ত হয়েছিলেন বটে ৷ কিন্তু হোম আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে ওঠেন ৷ এবার পেলেন নিজেরই ডেথ সার্টিফিকেট কালেক্ট করার কল !

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Thane