"মাইক্রোসফট থেকে বলছি"- ৩.৩ কোটি টাকা হাতিয়ে যুবক এখন ইডির জালে
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
অভিযোগকারিণী লিসা রথ এরপরেই আন্তর্জাতিক এবং ভারতে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ইডি। প্রায় একবছর ধরে অনুসন্ধান চালানোর পর লক্ষ্য ভিজ নামে ওই তরুণকে পাকড়াও করেছে কেন্দ্রীয় এই সংস্থা। ইডি সুত্রে খবর লক্ষ্য মূলত একজন বুকি এবং ক্রিপটোকারেন্সি হ্যান্ডেলার।
নয়াদিল্লি: টাকা হাতানোর নিত্য নতুন উপায় বের করছে জালিয়াতবাজেরা। এবারে পুলিশের জালে ধরা পড়ল দিল্লি নিবাসী এক তরুণ।
ঘটনাটি হল গত বছর জুলাইয়ের। আমেরিকা নিবাসী এক মহিলার থেকে ৩.৩ কোটি টাকা হাতিয়ে নেয় ওই তরুণ। নিজেকে মাইক্রোসফটের প্রতিনিধি বলে এই জালিয়াতি করেন ওই তরুণ।
অভিযোগকারিণী লিসা রথ এরপরেই আন্তর্জাতিক এবং ভারতে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ইডি।
advertisement
প্রায় একবছর ধরে অনুসন্ধান চালানোর পর লক্ষ্য ভিজ নামে ওই তরুণকে পাকড়াও করেছে কেন্দ্রীয় এই সংস্থা। ইডি সুত্রে খবর লক্ষ্য মূলত একজন বুকি এবং ক্রিপটোকারেন্সি হ্যান্ডেলার।
advertisement
দিল্লির দিলসাদ গার্ডেন নিবাসী এই তরুণকে দিল্লিরই ক্রস রিভার মল থেকে গুজরাত পুলিশ গ্রেফতার করে।
কিভাবে ঘটল এই জালিয়াতি?
অভিযোগকারিণীর থেকে টাকা পাওয়ার পর তা প্রথমে এসে পৌঁছায় প্রফুল গুপ্তর এবং তাঁর মা সরিতা গুপ্তার কাছে। এরপর তদন্ত করে দেখা যায় এরপর তা টাকা এসে পৌঁছায় করণ চুগের কাছে। এরপর তা আরও বিভিন্ন ওয়ালেটে ছড়িয়ে পড়ে।
advertisement
কিভাবে লক্ষ্য মাস্টারমাইন্ড হয়ে উঠলেন এই জালিয়াতির?
লক্ষ্য এই অপারেশনের মাস্টারমাইন্ড হয়ে ওঠে। তদন্ত করে দেখা যায় বিভিন্ন ওয়ালেট থেকে সেই অর্থ শেষে এসে পৌঁছায় লক্ষ্য ভিজের একাউন্টে। তদন্তকারী সংস্থা মূলত অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে লক্ষ্য ভিজকেই। কারণ সমস্ত অর্থই ক্রিপটোকারেন্সির মাধ্যমে তা ওই যুবকের কাছেই এসে পৌঁছেছে। তাই জালিয়াতি করেও রেহাই পেলেন না লক্ষ্য। আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে এই জালিয়াত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 7:49 PM IST