Cafe Coffee Day Founder Siddhartha: 'আমি আর চাপ নিতে পারছি না', সিদ্ধার্থর গাড়িতে মিলল চিঠি
Last Updated:
VG Siddhartha Missing: সিদ্ধার্থর গাড়ি থেকে পাওয়া গেল একটি চিঠি৷ তাতে লেখা, 'অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না৷ আমি ব্যর্থ৷ অনেক মানুষের আমার উপর বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন৷'
#বেঙ্গালুরু: সোমবার সন্ধে থেকেই নিখোঁজ ক্যাফে কফি ডে-র কর্ণধার ভিজি সিদ্ধার্থ৷ দীর্ঘ তল্লাশির পরেও এখনও তাঁর কোনও হদিশ নেই৷ এ বার ক্রমেই জোরাল হচ্ছে আত্মহত্যার তত্ত্ব৷ সিদ্ধার্থর গাড়ি থেকে পাওয়া গেল একটি চিঠি৷ তাতে লেখা, 'অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না৷ আমি ব্যর্থ৷ অনেক মানুষের আমার উপর বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন৷'
Congress leader DK Shivakumar visited former Karnataka CM, SM Krishna at his residence in Bengaluru, early morning today. SM Krishna's son-in-law & founder-owner Cafe Coffee Day, VG Siddhartha has gone missing in Mangaluru. pic.twitter.com/B5FLwzQVf1
— ANI (@ANI) July 30, 2019
ভিজি সিদ্ধার্থ ঠিক কী লিখেছেন চিঠিতে? চিঠিতে লেখা, 'আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি৷ অনেক দিন ধরে লড়াই করেছি৷ কিন্তু আজ আমি ছেড়ে দিলাম৷ আমার প্রাইভেট ইক্যুইটি পার্টনারদের মধ্যে একজন আমায় ক্রমাগত শেয়ার বিক্রির জন্য চাপ দিচ্ছে৷ সেই চাপ আর নিতে পারছি না৷ আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান৷ শক্ত থাকুন৷ আমার টিম, অডিটর ও সিনিয়র ম্যানেজমেন্ট আমার আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানেন না৷ এই তথ্যগুলি আমি কারও সঙ্গে কোনও দিনও শেয়ার করিনি, এমনকী পরিবারের সঙ্গেও নয়৷ কিন্তু কাউকে ঠকানোর কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না৷ একজন উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ৷'
advertisement
advertisement
Mangaluru Police Commissioner,S Patil on VG Siddhartha (in file pic) missing case:I visited SM Krishna's (former Karnataka CM & father-in-law of VG Siddhartha) house last night. I spoke to Siddhartha's wife&other relatives and gathered some information.I'm currently in Bengaluru. pic.twitter.com/lllHbewOBX
— ANI (@ANI) July 30, 2019
advertisement
সোমবার সন্ধে থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ভারতের বৃহত্তম কফি চেন, 'ক্যাফে কফি ডে'-এর কর্ণধার ভি জি সিদ্ধার্থ৷ ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর জামাই সিদ্ধার্থকে শেষবার দেখা যায় বেঙ্গালুরু থেকে ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে৷ ড্রাইভার জানিয়েছেন, ব্রিজে গাড়ি থামিয়ে সিদ্ধার্থ নেমে যান৷ তারপর আর ফেরেননি৷ তাঁর হদিশও পাওয়া যায়নি৷ ফোন সুইচড অফ৷
advertisement
বেঙ্গালুরুতে প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর বাড়িতে গিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ নেত্রবতী নদীতে ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি চলছে৷ দেড় ঘণ্টা মতো কেটে যাওয়ার পর ড্রাইভার গাড়ি থেকে নেমে খোঁজাখুঁজি শুরু করেন৷ কিন্তু সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি তাঁর৷ এরপরই সিদ্ধার্থের পরিবারের লোকেরা পুলিশে খবর দেন৷ গোটা কর্নাটক জুড়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷ ড্রাইভার পুলিশকে বলেছেন, 'কোটেকারের কাছে ব্রিজে গাড়ি থেকে নামার সময় কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন সিদ্ধার্থ৷'
advertisement
এই মুহূর্তে সিদ্ধার্থের সব আত্মীয় জড়ো হয়েছেন বেঙ্গালুরুতে এসএম কৃষ্ণর বাড়িতে৷ সিদ্ধার্থের সঙ্গে এসএম কৃষ্ণর বড় মেয়ে মালবিকার বিয়ে হয়৷ তাঁর দুই ছেলেও আছে৷ ক্যাফে কফি ডে ছাড়াও একটি হসপিটালিটি চেন রয়েছে তাঁর৷ সেরাই ও সিসাদায় সাত তারা হোটেলে৷ ১৯৯০ সালে ক্যাফে কফি ডে নামে একটি ছোট ক্যাফে খোলেন তিনি৷ বর্তমানে যা আন্তর্জাতিক ব্র্যান্ড৷ ১০ হাজার কর্মী সারা দেশে কাজ করেন ক্যাফে কফি ডে-তে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2019 10:35 AM IST