লখনউ : মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা এক মহিলার
Last Updated:
লখনৌয়ে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে এক মহিলা পরিবারের সঙ্গে আত্মহত্যা করা চেষ্টা করে । বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে ঐ মহিলা
#লখনৌয়: লখনৌয়ে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে এক মহিলা পরিবারের সঙ্গে আত্মহত্যা করা চেষ্টা করে । বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে ঐ মহিলা । জানা গেছে অভিযুক্ত বিধায়ক ও তার কয়েকজন সঙ্গী মহিলার সঙ্গে অশালীন আচরণ করে । নিজের ওপর হয়ে যাওয়া অশালীন আচরণের প্রতিবাদ করতেই এই পথ বেছে নিয়েছে সে । ঐ মহিলাকে কোনও ভাবে রক্ষা করা সম্ভব হয় ।
advertisement
জানা গেছে আজ সেই মহিলা পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে আত্মহত্যা করার চেষ্টা করে । মহিলাকে আটকাবার পরে জানা যায় বিজেপি বিধায়ক ও তার সঙ্গীরা ঐ মহিলার সঙ্গে অশালীন আচরণ করে । মহিলার পরিবারের এখন দাবি একটাই সুবিচার । মনে করা হচ্ছে নিজের ওপর হয়ে যাওয়া অন্যায়ের উপযুক্ত শাস্তি যাতে অভিযুক্তরা পায় সেই জন্যই মহিলার এই পদক্ষেপ ।
advertisement
আরও পড়ুন :ডেভিস কাপে বিশ্বরেকর্ড লিয়েন্ডারের
খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে শাসকদলের বিধায়কের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ স্তম্ভিত সারা শহর । পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে । শুরু হয়েছে চাপা উত্তেজনা ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 1:46 PM IST