এক কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক প্রয়াগরাজে! ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার রাত থেকে এই পঙ্গপালের ঝাঁক ধ্বংসলীলা চালাতে থাকে।
#প্রয়াগরাজ: পঙ্গপালের ঝাঁকের ভয়ানক আক্রমণের সাক্ষী এবার হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। মঙ্গলবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত এই পঙ্গপালের ঝাঁকের হামলা চলেছে প্রয়াগরাজে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একের পর এক ভিডিও যা দেখলে চমকে যেতে হয়।
@dmfatehpur sir what is our plan to get rid of this as locust already reach Prayagraj.. Vedio credit-ani pic.twitter.com/MAOf6ZYKtb
— Guru.com (@youngIndia91) June 11, 2020
advertisement
মঙ্গলবার রাত থেকে এই পঙ্গপালের ঝাঁক ধ্বংসলীলা চালাতে থাকে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই ঝাঁক দেখে অনেকেই চমকে গিয়েছেন। মির্জাপুর জেলা থেকে এই ঝাঁক সরাসরি উড়ে এসেছে প্রয়াগরাজে। তার আগে সিঙ্গুরালি ও সোনভদ্র জেলাতেও পঙ্গপালের ঝাঁক চোখে পড়েছে। সোমবার ও মঙ্গলবার এই অংশের মানুষ দেখেছেন, ঝাঁকে ঝাঁকে উড়ছে পঙ্গপাল।
advertisement
Today locust attacked my city prayagraj @1SH4N @PrayagrajWale @AgentSaffron @rishibagree @ippatel @ishkarnBHANDARI pic.twitter.com/bHL4baERU4
— Agniveer Hum Bhi Dekhenge! (@torchbearer123) June 11, 2020
খবর পাওয়ার পেই অবশ্য মাঠে নেমে পড়েছে প্রশাসন। দমকলের সাহায্যে বিভিন্ন জমিতে কীটনাশক ছড়ানো হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে কোনওভাবে ফসল বাঁচানো যায়। গ্রামাবাসীরাও বড় বড় বক্সে সারাদিন গান বাজাচ্ছেন। এছাড়া, থালা, বাটি নিয়েও শব্দ করে পাহারা দিচ্ছেন তাঁরা, যাতে পঙ্গপাল না বসতে পারে। কোথাও কোথাও ব্যবহার করা হচ্ছে আতশবাজি।
advertisement
Locust attack in Prayagraj District@anjanaomkashyap @SwetaSinghAT @sardanarohit @aajtak pic.twitter.com/v5FjgIpr8t
— Ashutosh Mittal (@icaashu) June 11, 2020
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 11, 2020 3:02 PM IST