FM To Network18:সেই বাজেট-ই ভাল বাজেট যা সমাজের সব আঙ্গিক অন্তর্ভুক্ত করে: নির্মলা সীতারমণ

Last Updated:

বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে পঞ্চম দফা সংসদে বাজেট পেশ করলেন নির্মলা

নয়াদিল্লি: বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে পঞ্চম দফা সংসদে বাজেট পেশ করলেন নির্মলা। দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। ৯০ মিনিটও নয়, মাত্র ৮৭ মিনিটেই বলা শেষ করেন নির্মলা, এযাবৎকালের মধ্যে সবচেয়ে কম সময়ে বাজেট বক্তৃতা শেষ করার নজির গড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শুক্রবার নেটওয়ার্ক ১৮ গ্রুপ-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা সীতারমণ বলেন, '' আমি ভাল বাজেট বলতে সেই বাজেট-কেই বুঝি, যে বাজেট সমাজের প্রতিটা আঙ্গিককে অন্তর্ভুক্ত করে। অবিলম্বে বাজারের উপর বাজেটের যে প্রভাব পড়বে, তা আগামিদিনেও বহাল থাকবে।'' এর আগে, সীতারমণ বলেছিলেন, সরকার নয়া আয়কর ব্যবস্থাকে করদাতাদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে এবং মধ্যবিত্তের সুবিধার জন্য কর ব্যবস্থার পরিকাঠামোতে 'উল্লেখযোগ্য পরিবর্তন' এনেছে।
advertisement
দেশের ব্যাঙ্কিং সিস্টেমও যে সম্পূর্ণ সুরক্ষিত, সে কথা জানাতে ভোলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যাঙ্কিং সিস্টেমকে তার টালমাটাল দশা থেকে যে উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই আত্মপ্রত্যয় স্পষ্টরূপেই ধরা দিয়েছে তাঁর কণ্ঠে। আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে বিতর্ক অব্যাহত। এলআইসি এবং এসবিআই আদানি গ্রুপে ব্যাপক লগ্নি করেছে। আদানি গোষ্ঠী ডুবলে ওই বিপুল টাকা লোকসান হবে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এদিন নাম না করে সে প্রসঙ্গেরও জবাব দিয়েছেন নির্মলা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এলআইসি এবং এসবিআই পুরোপুরি সুরক্ষিত। তাঁর কথায়, ‘আমি মনে করাতে চাই এসবিআই এবং এলআইসি সংশ্লিষ্ট সিএমডি-দের সঙ্গে বিশদ বিবৃতি জারি করে জানিয়েছে তারা সম্পূর্ণ সুরক্ষিত’। সঙ্গে তাঁর সংযোজন, ‘ভারতের ব্যাঙ্কিং সেক্টর আজ মসৃণ গতিতে এগোচ্ছে’।
advertisement
advertisement
আগামী আর্থিক বছরের বাজেটে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। নতুন করে সস্তাও হয়েছে বেশ কিছু পণ্য। যেমন, দাম বেড়েছে সিগারেট, রান্নাঘরের ইলেকট্রিক চিমনি, রুপো, বিদেশি ইলেকট্রিক গাড়ি, ইমিটেশন গয়না, প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়না, টায়ার টিউব ও  সোনার। অন্যদিকে, দাম কমেছে লিথিয়াম ব্যাটারি, দেশি সাইকেল , শিশুদের দেশি খেলনা, ক্যামেরার লেন্স, টিভি, মোবাইল ও হিরের দাম।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
FM To Network18:সেই বাজেট-ই ভাল বাজেট যা সমাজের সব আঙ্গিক অন্তর্ভুক্ত করে: নির্মলা সীতারমণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement