ফের আগুন রাজধানীতে, মজুত করা স্যানেটাইজারেই ওষুধের গুদাম পুড়ে ছাই
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন।
#নয়াদিল্লি: এইমস-অগ্নিকাণ্ডের ছদিনের মাথায় এবার দিল্লির কন্নাট প্লেসে একটি ওষুধের দোকানে ভয়াবহ আগুন লাগল। কন্নাট প্যালেসের আউটার সার্কেলের একটি ওষুধের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ। মর্নিং ওয়াকে বেরোনো কয়েকজন ওই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে খবর দেন দমকলে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন।
আগুন লাগার কারণ ঠিকই তা এখনো জানা যায়নি তবে দমকল বাহিনীর মতে এই ওষুধের দোকানের গুদামে প্রচুর পরিমাণে স্যানিটাইজার মজুত করা ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়েছে। এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি এখনও।
A fire broke out at a medical store in Connaught Place in the national capital Delhi on Tuesday morning. The fire spread rapidly due to the presence of sanitizer inside the medical store. Input: @shankar_news18 pic.twitter.com/FbJPkrEXvR
— News18 (@CNNnews18) June 22, 2021
advertisement
advertisement
উল্লেখ্য দিন কয়েক আগেই দিল্লি এইমস-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায় বুধবার রাতে। ওই হাসপাতালে কনভারজেন্স ব্লকে আগুন লাগে। যদিও সেখানে কোনও রোগী ছিলেন না। তবে ল্যাবরেটরির বেশ কিছুটা অংশ আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করতে ২২ টি ইঞ্জিন আনতে হয়েছিল। তারই ছদিনের মাথায় আরও একবার অগ্নিকাণ্ড রাজধানীতে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2021 9:17 AM IST