corona virus btn
corona virus btn
Loading

নারকেল গাছে চড়ার বাইক আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিলেন এই কৃষক!

নারকেল গাছে চড়ার বাইক আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিলেন এই কৃষক!
  • Share this:

#নয়াদিল্লি: নারকেল গাছে ওঠার কথা উঠলেই বিশেষ দক্ষতার কথা মনে হয় ৷ কারণ ডালপালাহীন এই গাছে ওঠা তেমন সহজ কথা নয় ৷ তাই সেই গাছে ওঠার একটি সহজ পন্থা আবিষ্কার করলেন এক কৃষক ৷ সম্প্রতি এমনই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ দেখা যায়, একটি ছোট বাইকের মতো বাহনের উপর ভর করে নারকেল গাছে তরতরিয়ে উঠে পড়ছেন এক ব্যক্তি ৷ গাছের মাঝখানে বাইকটি দাঁড় করিয়ে দিচ্ছেন ৷ আবার চলতে শুরু করছেন ৷ বিন্দাস ওঠানামা করা যাচ্ছে সেই বাইকে চড়ে ৷ দেখে নিন সেই ভিডিও---

First published: June 4, 2019, 4:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर