‘আমারও কাল পরীক্ষা’, বাজেটের একদিন আগে বললেন আত্মবিশ্বাসী মোদি

Last Updated:

‘আমারও কাল পরীক্ষা রয়েছে ৷’ ‘মন কী বাত’-এর ১৭তম পর্বে বোর্ড পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখার সময় সোমবারের সাধারণ বাজেট পেশকে ‘পরীক্ষা’-এর সঙ্গে তুলনা করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ২৯ ফেব্রুয়ারিও তারও পরীক্ষা ৷ ১২৫ কোটি লোক তাঁর পরীক্ষা নেবেন ৷

#নয়াদিল্লি: ‘আমারও কাল পরীক্ষা রয়েছে ৷’ ‘মন কী বাত’-এর ১৭তম পর্বে বোর্ড পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখার সময় সোমবারের সাধারণ বাজেট পেশকে ‘পরীক্ষা’-এর সঙ্গে তুলনা করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ২৯ ফেব্রুয়ারিও তারও পরীক্ষা ৷ ১২৫ কোটি লোক তাঁর পরীক্ষা নেবেন ৷
আগামী পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ৷ জীবনের বড় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়াই ছিল মোদির উদ্দেশ্য ৷ সব দিক দিয়েই বিশেষ ছিল এই রবিবারের ‘মন কী বাত’ ৷ প্রধানমন্ত্রীর রেডিও-র এই অনুষ্ঠানে এদিন অতিথি হিসাবে হাজির হয়েছিলেন শচীন তেন্ডুলকর এবং বিশ্বনাথন আনন্দের মতো গুণী ব্যক্তিত্ব ৷ তাঁরাও ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নানা পরামর্শ দেন ৷ সমস্ত উদ্বেগকে দূরে সরিয়ে শান্ত ও স্থিরমনে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার পরামর্শ দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ পরীক্ষার্থীদের তিনি বলেন, ‘সাফল্য পেতে গেলে জীবনে শৃঙ্খলা থাকা জরুরি ৷ শৃঙ্খলা না থাকলে সারাদিন চিন্তায় কাটে ৷’ শুধু পরীক্ষার্থীদের নয়, তাদের পরিবারের লোকজনদেরও বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, ‘শিশুর মনোবল বাড়ানোর চেষ্টা করুন ৷ সবকিছুতেই বাধা দেবেন না ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমারও কাল পরীক্ষা’, বাজেটের একদিন আগে বললেন আত্মবিশ্বাসী মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement