#কোচি: সারা দেশ যখন কাঠুয়া ও উন্নাও গণধর্ষণে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ঠিক তখনই কাঠুয়াকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়ালেন কেরলের এক ব্যাঙ্ক কর্মী ৷ ৮ বছরের শিশুর ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যখন সারা বিশ্ব গভীর মর্মাহত তখনই এমন দায়িত্ব জ্ঞানহীনের মত মন্তব্য করে মানুষের সংবেদনশীলতাকে গভীর আঘাত করেছে ৷
আরও পড়ুন : কাঠুয়া ধর্ষণকাণ্ডে বিশেষ ফাস্টট্র্য়াক আদালত গঠনের নির্দেশ মহেবুবা মুফতির
আরও পড়ুন : কমনওয়েলথের দশম দিনে পরপর সোনা ভারতের
মানুষকে ব্যাথিত করার ঘটনায় অসহানুভূতিশীলের মত মন্তব্য় করার দায়ে ব্যাঙ্ক কতৃপক্ষ তাকে বরকাস্ত করে বিষ্ণু নন্দকুমারকে ৷ কারণ হিসাবে দেখায় কাজে অদক্ষতার কারণেই তাকে বরখাস্ত করা হল । ব্যাঙ্ক কতৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Branch, Controversial Comment, Kathua Rape Case, Kochi, Kotak Mahindra Bank