সুন্দরী মেয়ের সঙ্গে ‘ডেট’ করার লোভে ১২ লক্ষ টাকা খোয়ালেন ৪১ বছরের মুম্বইবাসী

Last Updated:

অল্পবয়সী, সুন্দরী মহিলার সঙ্গে ‘ডেটে’ যাওয়ার ইচ্ছে জেগেছিল তাঁর মনে ৷ সেই ইচ্ছের মাশুল গুনতে হল সাড়ে ১২ লক্ষ টাকা খুইয়ে ৷ ফোনের নোটিফিকেশনে আসা ডেটিং অ্যাপের পপ-আপ থেকে উধাও হয়ে গেল লক্ষাধিক টাকা ৷

#মুম্বই: অল্পবয়সী, সুন্দরী মহিলার সঙ্গে ‘ডেটে’ যাওয়ার ইচ্ছে জেগেছিল তাঁর মনে ৷ সেই ইচ্ছের মাশুল গুনতে হল সাড়ে ১২ লক্ষ টাকা খুইয়ে ৷ ফোনের নোটিফিকেশনে আসা ডেটিং অ্যাপের পপ-আপ থেকে উধাও হয়ে গেল লক্ষাধিক টাকা ৷
মুম্বইয়ের দাদার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন বছর একচল্লিশের ওই ব্যাক্তি ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যাক্তি ব্যাঙ্কে কর্মরত এবং বিবাহিত ৷ তবে ডেটিং অ্যাপে মাঝে মধ্যেই বিচরণ করেন তিনি ৷ গত ২১ মে তাঁর ফোনে একটি মেসেজ আসে ৷ সেখানে সুন্দরী মেয়েদের সঙ্গে ডেটিংয়ের প্রস্তাব দেওয়া হয় ৷ পপ-আপ মেসেজটি খুলতেই তাঁর নাম, ফোন নম্বর, বয়স, ঠিকানা জানতে চাওয়া হয় ৷ সমস্ত কিছু দেওয়ার পর একটি ফোন আসে তাঁর মোবাইলে ৷
advertisement
advertisement
পুলিশের কাছে ওই ব্যাক্তি জানান, তানিয়া নামের একটি মেয়ে তাঁকে বলে এই সুযোগ পেতে গেলে প্রথমে ৩ লক্ষ ৪০ হাজার টাকা জমা দিতে হবে তাঁকে ৷ এর বিনিময়ে সারাদিন পাঁচ তারা হোটেলে পছন্দের মানুষের সঙ্গে কাটাতে পারবেন তিনি ৷ তিনটি ধাপে নেওয়া হবে এই টাকা ৷ পরে অবশ্য সমস্ত টাকাই তাঁকে ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয় ৷ এরপরেই সব মিলিয়ে ৫ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয় করেন তিনি ৷ ওই ব্যাক্তি জানান, তারপরেও কোনও ডেটিংয়ের ব্যবস্থা করেনি ওই সংস্থা ৷ তখন টাকা ফেরত চান তিনি ৷ বারবার ফোন ও মেইল করে টাকা ফেরত চাইতে থাকেন ৷ কিন্তু ওই সংস্থার তরফে তাঁকে বলা হয়, আরও কিছু টাকা না দিলে টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না ৷ এমনকী বারবার বিরক্ত করলে পুলিশে সব কথা জানিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷
advertisement
মি ডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই ব্যাক্তি জানান, আগের টাকা গুলো ফেরত পেতে আরও টাকা ওই সংস্থাকে দিয়েছিলেন তিনি ৷ মোট ১২ লক্ষ ৫৫ হাজার টাকা খরচ করার পর একদিন হঠাৎই তিনি দেখেন, ওই সংস্থার ওয়েবসাইট থেকে তাঁর অ্যাকাউন্টই ডিলিট করে দেওয়া হয়েছে ৷ এরপরেই পুলিশে জানানোর সিদ্দান্ত নেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুন্দরী মেয়ের সঙ্গে ‘ডেট’ করার লোভে ১২ লক্ষ টাকা খোয়ালেন ৪১ বছরের মুম্বইবাসী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement