#ভুবনেশ্বর: নতুন ট্রাফিক আইন না মেনে চলার জন্য এক অটোচালককে সাড়ে সাতচল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভুবনেশ্বর পুলিশ ৷ বুধবার এই ঘটনাটি ঘটেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে ৷ গত পলয়াল সেপ্টেম্বর থেকে নতুন আইন চালু হয়েছে ৷ অটো চালকের নাম হরিবাবু কাঁহার ৷
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাঁর নামে এই বিরাট অঙ্কের চালান কাটাতে রীতিমত অবাক হয়েছিলেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ অটোয় মদ্যপ ব্যক্তিকে নিয়ে যাচ্ছিলেন তিনি ৷ বিভিন্ন ধরনের জরিমানা তাঁকে করা হয়েছে যেমন সাধারণ অপরাধ হিসাবে ৫০০ টাকা, মদ্যপ অবস্থায় কোনও ব্যক্তিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য ১০,০০০ টাকা, উপযুক্ত লাইসেন্স না থাকার জন্য ৫,০০০ টাকা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ৫,০০০ টাকা ৷
শব্দ ও বায়ুদূষণের জন্য ১০,০০০ টাকা, গাড়ি নথিভুক্ত না থাকার জন্য ১০,০০০ টাকা, রোড পারমিট না থাকর জন্য ২,০০০ টাকা, সাধারণ অপরাধের জন্য ৫,০০০ টাকা জরিমানা ৷ সব মিলিয়ে ৪৭,৫০০ টাকা জরিমানা হিসাবে অটোচালককে জমা দিতে বলা হয়েছে ৷ তবে জানা গিয়েছে ওই অটোচালক জরিমানার টাকা জমা দিতে পারবেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Auto Rickshaw Driver, Bhubaneshwar, Fine, Odisha