নিজের তৈরি কাপ কেক বিক্রি করে পুলিশের হাতে ৫০ হাজার টাকা দিল ৩ বছরের খুদে

Last Updated:

পুলিশকে সাহায্য করতে এবার এগিয়ে এল তিন বছরের খুদে । নিজের হাতে তৈরি কাপ কেক বিক্রির ৫০ হাজার টাকা মুম্বই পুলিশের হাতে তুলে দিল ছোট্ট শিল্পপতি ।

#মুম্বই: দেশ জুড়ে চলছে লকডাউন । আর সেই লকডাউনের জেরে বন্ধ দোকানপাট । ফলে শিকেয় উঠেছে ব্যবসা । কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ । ভুখা পেটে কোনওরকমে দিন গুজরান করছেন তাঁরা । কোনও রকমে সংসার প্রতিপালন করছেন । মানুষের হাতে নগদ টাকা নেই । বন্ধ কল কারখানাও । একবেলা খেয়ে দিন কাটছে অসংখ্য দেশবাসীর ।
তাই দিন আনা, দিন খাওয়া মানুষগুলোর পাশে যে যেমন করে পারছেন দাঁড়াচ্ছেন । সরকারের তরফে ত্রাণ তো আছেই, পাশাপাশি নিঃশব্দে বহু মানুষ নিজের কাঁধে তুলে নিয়েছেন বড় দায়িত্ব । গরীব মানুষদের পেটে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার চেষ্টায় রত হয়েছেন সকলে । এই করোনার সংক্রমণের মধ্যেই নিজের জীবন বাজি রেখে পথে নেমে আসছেন দরদী মানুষরা ।
advertisement
এর পাশাপাশি মানুষের সেবায় সর্বদা নিজেদের নিয়জিত করেছেন পুলিশ আধিকারিকরা । লকডাউনে সবসময় তাঁরা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন । সেই পুলিশকে সাহায্য করতে এবার এগিয়ে এল তিন বছরের খুদে । নিজের হাতে তৈরি কাপ কেক বিক্রির ৫০ হাজার টাকা মুম্বই পুলিশের হাতে তুলে দিল ছোট্ট শিল্পপতি ।
advertisement
advertisement
কবীর নামের সেই পুঁচকের ইচ্ছে ছিল কেক বিক্রি করে সে ১০ হাজার টাকা জোগাড় করবে । কিন্তু কবীরের কাপ কেট এতটাই হিট হয় যে ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলে সে । এরপরেই ৫০ হাজারের চেক এনে পুলিশের হাতে তুলে দেয় সে । সঙ্গে এক বাক্স কাপ কেকও নিয়ে আসে পুলিশ কাকুদের জন্য ।
advertisement
মুম্বই পুলিশ এই খুদে করোনা যোদ্ধার একটি ভিডিও পোস্ট করে তাঁদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে । মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেি পোস্টটি ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
নিজের তৈরি কাপ কেক বিক্রি করে পুলিশের হাতে ৫০ হাজার টাকা দিল ৩ বছরের খুদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement