নিজের তৈরি কাপ কেক বিক্রি করে পুলিশের হাতে ৫০ হাজার টাকা দিল ৩ বছরের খুদে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
পুলিশকে সাহায্য করতে এবার এগিয়ে এল তিন বছরের খুদে । নিজের হাতে তৈরি কাপ কেক বিক্রির ৫০ হাজার টাকা মুম্বই পুলিশের হাতে তুলে দিল ছোট্ট শিল্পপতি ।
#মুম্বই: দেশ জুড়ে চলছে লকডাউন । আর সেই লকডাউনের জেরে বন্ধ দোকানপাট । ফলে শিকেয় উঠেছে ব্যবসা । কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ । ভুখা পেটে কোনওরকমে দিন গুজরান করছেন তাঁরা । কোনও রকমে সংসার প্রতিপালন করছেন । মানুষের হাতে নগদ টাকা নেই । বন্ধ কল কারখানাও । একবেলা খেয়ে দিন কাটছে অসংখ্য দেশবাসীর ।
তাই দিন আনা, দিন খাওয়া মানুষগুলোর পাশে যে যেমন করে পারছেন দাঁড়াচ্ছেন । সরকারের তরফে ত্রাণ তো আছেই, পাশাপাশি নিঃশব্দে বহু মানুষ নিজের কাঁধে তুলে নিয়েছেন বড় দায়িত্ব । গরীব মানুষদের পেটে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার চেষ্টায় রত হয়েছেন সকলে । এই করোনার সংক্রমণের মধ্যেই নিজের জীবন বাজি রেখে পথে নেমে আসছেন দরদী মানুষরা ।
advertisement
এর পাশাপাশি মানুষের সেবায় সর্বদা নিজেদের নিয়জিত করেছেন পুলিশ আধিকারিকরা । লকডাউনে সবসময় তাঁরা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন । সেই পুলিশকে সাহায্য করতে এবার এগিয়ে এল তিন বছরের খুদে । নিজের হাতে তৈরি কাপ কেক বিক্রির ৫০ হাজার টাকা মুম্বই পুলিশের হাতে তুলে দিল ছোট্ট শিল্পপতি ।
advertisement
— Kabeer’s Cupcakes for Charity (@kshvjn) May 12, 2020
advertisement
কবীর নামের সেই পুঁচকের ইচ্ছে ছিল কেক বিক্রি করে সে ১০ হাজার টাকা জোগাড় করবে । কিন্তু কবীরের কাপ কেট এতটাই হিট হয় যে ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলে সে । এরপরেই ৫০ হাজারের চেক এনে পুলিশের হাতে তুলে দেয় সে । সঙ্গে এক বাক্স কাপ কেকও নিয়ে আসে পুলিশ কাকুদের জন্য ।
advertisement
মুম্বই পুলিশ এই খুদে করোনা যোদ্ধার একটি ভিডিও পোস্ট করে তাঁদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে । মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেি পোস্টটি ।
Look what’s baking!
This 3 year old little baker Kabeer, had a BIG surprise for @CPMumbaiPolice He made a priceless contribution to the #mumbaipolicefoundation with his hard earned money! Ever seen a bigger heart than that of our wonderful little #coronawarrior ? @kshvjn pic.twitter.com/h8H8Q3N7uU — Mumbai Police (@MumbaiPolice) May 13, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2020 7:21 PM IST