১০০ টাকা ঘুষ না দেওয়ায় কিশোর ডিম বিক্রেতার ডিম ভর্তি গাড়ি উল্টে দিল পুলিশ !
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ক্ষেপে গিয়ে কিশোরের ডিমের গাড়ি পুলিশ উল্টে দেয় বলে অভিযোগ । সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
#ইনদওর: ঘুষ দিতেই হবে । ১০০ টাকা । তা না হলে রাস্তায় বসে ব্যবসা করতে দেওয়া হবে না । এমনটাই দাবি ছিল পুলিশের । ছোট্ট ছেলেটির কাছে ১০০ টাকাও এখন অনেক । লকডাউন আর করোনার জেরে বিক্রিবাটা একেবারেই তলানিতে । সেখানে ১০০ টাকা মুখের কথা নাকি । ১৪ বছরের ছেলেটি ঘুষ দিতে অস্বীকার করে । সেই রাগেই ডিম ভর্তি গোটা গাড়িটাই উল্টে ফেলে দেয় পুলিশ ।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে । এই রাজ্যের মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা ইনদওরের । সে কারণেই সরকার থেকে জোড়-বিজোড় নীতি আনা হয়েছে । একদিন অন্তর অন্তর রাস্তার ডান দিক-বাম দিক করে হকাররা পসরা নিয়ে বসতে পারবেন ।
Civic officials in Indore allegedly overturned egg cart of a small boy. The officials had warned that the egg cart would be seized if he did not leave the spot @ChouhanShivraj @OfficeOfKNath @INCIndia @INCMP @GargiRawat @RajputAditi @ndtvindia @ndtv pic.twitter.com/PnuqeLrbJh
— Anurag Dwary (@Anurag_Dwary) July 23, 2020
advertisement
advertisement
ওই ছেলেটিও ডিম নিয়ে বসেছিল হকারি করতে । কিন্তু অভিযোগ, সে সময় পুলিশ এসে তাকে ওই জায়গা থেকে উঠে যেতে বলে । আর ব্যবসা করতে চাইলে ১০০ টাকা ঘুষ দেওয়ার কথা বলে । রাজি হয়নি ছেলেটি । এরপরেই ক্ষেপে গিয়ে তার ডিমের গাড়ি পুলিশ উল্টে দেয় বলে অভিযোগ । সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2020 10:55 AM IST