সোমরার ৮৫০ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজোই বাংলার আদি পুজো, দাবি গ্রামবাসীদের
Last Updated:
হাওড়া-কাটোয়া শাখার সোমড়াবাজার স্টেশন থেকে পাঁচ মিনিটোর পথ পেরিয়ে প্রাচীন জগদ্ধাত্রী মন্দির।
#হুগলি: সাড়ে আটশো বছরের প্রচীন জগদ্ধাত্রী পুজো হুগলির সোমড়া গ্রামে। এটাই বাংলার আদি পুজো বলে দাবি এলাকাবাসীর। বছরভর পুজো হলেও, জগদ্ধাত্রী পুজোর নবমীতে অষ্টধাতুর মূর্তিতে ষোড়সপচারে পুজোর আয়োজন। পুজো ঘিরে সম্প্রীতির আবহ।
হাওড়া-কাটোয়া শাখার সোমড়াবাজার স্টেশন থেকে পাঁচ মিনিটোর পথ পেরিয়ে প্রাচীন জগদ্ধাত্রী মন্দির। ইতিহাস বলে, ইংরেজির ১১৭২ সালে মন্দির তৈরি করেছিলেন দেওয়ান রামশঙ্কর রায় । পাল যূগের শেষদিকে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ান ছিলেন রামশঙ্কর। মন্দিরও তৈরি সেই সময়ে। অনেকে বলেন, এটাই নাকি বাংলার আদি জগদ্ধাত্রী মন্দির।
advertisement
advertisement
জগদ্ধাত্রী এখানে মহাবিদ্যা নামে পূজিতা।। নবরত্ন বা ন'টি কোন বিশিষ্ট মন্দির জুড়ে দক্ষিণ ভারতীয় শৈলি। মন্দিরের গায়ে টেরাকোটার তৈরি তেত্রিশ কোটি দেবতার মূর্তি। কালের নিয়মে যার অনেকটাই আজ ধ্বংসের পথে। নিত্যপুজো হলেও বিশেষ জাঁকজমক জগদ্ধাত্রী পুজোর নবমীতে। বৈষ্ণব মতে পুজোয় বলি নেই। একেক প্রহরে একেক পুজোর রীতি। একই দিনে হয় সপ্তমী, অষ্টমী, নবমী পুজো। বাংলার আদি জগদ্ধাত্রী পুজোয় মহাদেবের ভোগ হিসাবে থাকে সাদাভাত, ঘি, আলুসেদ্ধ ও সন্দক লবণ। পুজো ঘিরে সম্প্রীতির ছবি সোমড়া গ্রাম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2019 11:22 AM IST