সোমরার ৮৫০ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজোই বাংলার আদি পুজো, দাবি গ্রামবাসীদের

Last Updated:

হাওড়া-কাটোয়া শাখার সোমড়াবাজার স্টেশন থেকে পাঁচ মিনিটোর পথ পেরিয়ে প্রাচীন জগদ্ধাত্রী মন্দির।

#হুগলি: সাড়ে আটশো বছরের প্রচীন জগদ্ধাত্রী পুজো হুগলির সোমড়া গ্রামে। এটাই বাংলার আদি পুজো বলে দাবি এলাকাবাসীর। বছরভর পুজো হলেও, জগদ্ধাত্রী পুজোর নবমীতে অষ্টধাতুর মূর্তিতে ষোড়সপচারে পুজোর আয়োজন। পুজো ঘিরে সম্প্রীতির আবহ।
হাওড়া-কাটোয়া শাখার সোমড়াবাজার স্টেশন থেকে পাঁচ মিনিটোর পথ পেরিয়ে প্রাচীন জগদ্ধাত্রী মন্দির। ইতিহাস বলে, ইংরেজির ১১৭২ সালে মন্দির তৈরি করেছিলেন দেওয়ান রামশঙ্কর রায় । পাল যূগের শেষদিকে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ান ছিলেন রামশঙ্কর। মন্দিরও তৈরি সেই সময়ে। অনেকে বলেন, এটাই নাকি বাংলার আদি জগদ্ধাত্রী মন্দির।
advertisement
advertisement
জগদ্ধাত্রী এখানে মহাবিদ্যা নামে পূজিতা।। নবরত্ন বা ন'টি কোন বিশিষ্ট মন্দির জুড়ে দক্ষিণ ভারতীয় শৈলি। মন্দিরের গায়ে টেরাকোটার তৈরি তেত্রিশ কোটি দেবতার মূর্তি। কালের নিয়মে যার অনেকটাই আজ ধ্বংসের পথে। নিত্যপুজো হলেও বিশেষ জাঁকজমক জগদ্ধাত্রী পুজোর নবমীতে। বৈষ্ণব মতে পুজোয় বলি নেই। একেক প্রহরে একেক পুজোর রীতি। একই দিনে হয় সপ্তমী, অষ্টমী, নবমী পুজো। বাংলার আদি জগদ্ধাত্রী পুজোয় মহাদেবের ভোগ হিসাবে থাকে সাদাভাত, ঘি, আলুসেদ্ধ ও সন্দক লবণ। পুজো ঘিরে সম্প্রীতির ছবি সোমড়া গ্রাম।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সোমরার ৮৫০ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজোই বাংলার আদি পুজো, দাবি গ্রামবাসীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement