৮৩ বছরের সন্ন্যাসী, থাকেন গুহায়, রাম মন্দির নির্মাণে দিলেন ১ কোটি টাকা!

Last Updated:

"সত্য সেলুকাস, বিচিত্র এই দেশ!" ভারতের চরিত্র বোঝানোর জন্য এর চেয়ে যথার্থ আপ্তবাক্য সম্ভবত আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না৷ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এবার এগিয়ে এলেন ৮৩ বছরের এক সন্ন্যাসী, যে কিনা থাকেন ঋষিকেশের গুহায়৷ আর মন্দির নির্মাণের জন্য দিলেন ১ কোটি টাকা৷ হ্যাঁ, ঠিকই পড়লেন৷

#নয়াদিল্লি: "সত্য সেলুকাস, বিচিত্র এই দেশ!" ভারতের চরিত্র বোঝানোর জন্য এর চেয়ে যথার্থ আপ্তবাক্য সম্ভবত আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না৷ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এবার এগিয়ে এলেন ৮৩ বছরের এক সন্ন্যাসী, যে কিনা থাকেন ঋষিকেশের গুহায়৷ আর মন্দির নির্মাণের জন্য দিলেন ১ কোটি টাকা৷ হ্যাঁ, ঠিকই পড়লেন, এক কোটি টাকাই দিয়েছেন তিনি৷
সন্ন্যাসীর নাম স্বামী শঙ্কর দাস৷ অনুদানের প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলছেন, "আমি সন্ন্যাসী হয়েই ৫০ বছর গুহায় কাটিয়ে দিলাম৷ গুহা দর্শন করতে আসা ভক্তদের অনুদানেই আমি বেঁচে আছি৷ আমি যখন ভিএইচপি-র(বিশ্ব হিন্দু পরিষদ) প্রচারের ব্যাপারে জানতে পারি, তখনই ঠিক করে নিই যে, আমরা যে মন্দির নির্মাণের জন্য এতদিন ধরে স্বপ্ন দেখছি, সেখানে চাঁদা দেব৷" ব্যাঙ্কও চমকে যায় যে, শঙ্কর দাসের অ্যাকাউন্টে এত বড় অঙ্কের ব্যালেন্স আছে দেখে৷ এরপর স্থানীয় আরএসএসের কর্মীদের সঙ্গে ব্যাঙ্ক থেকে যোগাযোগ করা হলে, তাঁরা বৃদ্ধ সন্ন্যাসীকে নিয়ে ব্যাঙ্কে আসেন ও তাঁর স্বপ্নপূরণ করেন৷
advertisement
উত্তরাখণ্ডে ভিএইচপি-র হয়ে রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহ করার দায়িত্বে রয়েছেন রণদীপ পোখরিয়া৷ তিনি বলছেন, "অনুদান সংগ্রহের থেকেও আমাদের কাছে অনেক বড় ব্যাপার হলো এই প্রচারের মাধ্যমে দাসের মতো রাম ভক্তদের মধ্যে সম্প্রীতি ও সেবার অনুভূতি প্রদান করা৷" তিনি জানিয়েছেন, নৈনিতালের একটি ১০ বছরের মেয়েও মন্দির নির্মাণের জন্য নিজের পিগি ব্যাঙ্ক ভেঙে ২৫০০ টাকা দিয়েছে৷
advertisement
advertisement
গত ১৫ জানুয়ারি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও ভিএইচপি মিলে গোটা দেশে জুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। দেশের প্রায় ১৩ কোটি পরিবারে পৌঁছে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের৷ শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান নাম দেওয়া হয়েছে এই কর্মসূচির৷ প্রথম দিনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৬ লক্ষ টাকার অনুদান দিয়েছেন৷ শুরুর তিন দিনেই ১০০ কোটি টাকা অনুদান সংগ্রহ করে রেকর্ড গড়েছে রাম মন্দির ট্রাস্ট।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৮৩ বছরের সন্ন্যাসী, থাকেন গুহায়, রাম মন্দির নির্মাণে দিলেন ১ কোটি টাকা!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement