উপত্যকায় আরও ৮ হাজার আধাসেনা মোতায়েন, জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক ঘোষণার জেরে গোটা দেশে ঘটা ১০টি উল্লেখযোগ্য ঘটনা

Last Updated:

উপত্যকায় আরও ৮ হাজার আধাসেনা মোতায়েন, জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক ঘোষণার জেরে গোটা দেশে ঘটা ১০টি উল্লেখযোগ্য ঘটনা

#নয়াদিল্লি: সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ এহেন পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে জারি হাই অ্যালার্ট ৷ বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ৷
নতুন করে উপত্যকায় আরও আরও ৮ হাজার আধাসেনা পাঠাচ্ছে কেন্দ্র ৷ সতর্কতা জারি দেশের বিভিন্ন জায়গাতেও ৷ উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম এবং ভারতের অন্যান্য অংশ থেকে নিরাপত্তাবাহিনীদের সরিয়ে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কাশ্মীরে ৷
প্রস্তাব দিয়েছিলেন মহারাজা হরি সিংয়ের দেওয়ান গোপালস্বামী আইয়ার। জওহরলাল নেহেরু সম্মতি দেন। তবে একইসঙ্গে জানান, ২ থেকে ৬ মাসের জন্য উপত্যকায় তা চালু করা যেতে পারে। তারপর প্রায় ৫৫ বছরের বিতর্ক আর চাপানউতোর। জাতীয় স্তরে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ উঠলেই চলে আসে ৩৭০ ধারা।
advertisement
advertisement
৬৯ বছর পর এদিন কাশ্মীর থেকে উঠে গেল ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ এবার থেকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ৷ জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকলেও লাদাখে কোনও আলাদা বিধানসভা থাকবে না ৷ এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
advertisement
অমিত শাহের ঘোষণার পরই উত্তাল রাজ্যসভা থেকে সংসদ ৷ উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় আগেভাগেই কাশ্মীরে মোতায়েন বিপুল সেনাবাহিনী ৷ জারি ১৪৪ ধারা ৷ গৃহবন্দি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সহ রাজ্যের একাধিক রাজনৈতিক নেতা নেত্রী ৷ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশেও ৷
৩৭০ ও ৩৫এ ধারা বিলোপের সিদ্ধান্ত ঘোষণা হতেই বিরোধীরা একে ‘সংবিধানের হত্যা’ বলে আখ্যা দিয়েছেন ৷ ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরই বিরোধীদের নিশানায় বিজেপি সরকার ৷ যদিও বিএসপি, বিজেডি এবং শিবসেনা সরকারের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে ৷
advertisement
ঘোষণার পর ট্যুইট করে মেহবুবা মুফতি বলে, ‘আজ ভারতীয় গণতন্ত্রের কালো দিন। ৩৭০ ধারা বিলোপ অসাংবিধানিক। জম্মু কাশ্মীরকে সন্ত্রস্ত রাখতে চায় কেন্দ্র। ৩৭০ ধারা তুলে নেওয়ায় তা প্রমাণিত। এর নেতিবাচক প্রভাব পড়বেই। কাশ্মীরকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙল কেন্দ্র। যারা সংসদের উপর ভরসা রেখেছিলেন, তাঁরা প্রতারিত হলেন। যাঁরা ভারতীয় সংবিধানকে খারিজ করতে চাইছেন, তাঁরা দেশকে খন্ডন করতে চাইছেন। এটি কাশ্মীরিদের অনুভূতিতে আঘাত।’
advertisement
উপত্যকায় জারি ১৪৪ ধারা ৷ কোনও ধরণের মিটিং ও মিছিল এই মুহূর্তে নিষিদ্ধ ৷ চার জনের বেশি ব্যক্তি এক জায়গায় জমায়েত হতে পারবে না ৷ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা উপত্যকার অনেক জায়গাতেই বন্ধ রয়েছে ৷ বেশ কিছু জায়গায় ল্যান্ডলাইন সংযোগও স্তব্ধ ৷ আকাশপথেও জারি নজরদারি৷
কাশ্মীর নিয়ে এই সিদ্ধান্তে প্রভাবে সতর্কতা নেওয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গাতেও ৷ সতর্কতা জারি দিল্লি মেট্রোতেও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উপত্যকায় আরও ৮ হাজার আধাসেনা মোতায়েন, জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক ঘোষণার জেরে গোটা দেশে ঘটা ১০টি উল্লেখযোগ্য ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement