হোম /খবর /দেশ /
লরিতে ড্রাইভারের পিছনের সিটে বিষধর সাপের ভয়ানক ফোঁসফোসানি, তারপর

লরিতে ড্রাইভারের পিছনের সিটে বিষধর সাপের ভয়ানক ফোঁসফোসানি, তারপর...

Photo-NEWS 18

Photo-NEWS 18

অন্ধ্রপ্রদেশ থেকে কলা ভর্তি ট্রাক যাচ্ছিল নেপালে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারত বনাম নেপাল সীমা সোনৌলির রাস্তা যেটা নেপাল অবধি যায় সেখানে হইহই রইরই ঘটনা৷ একজন ট্রাক চালক কাস্টম বেরিয়ারের কাছে গাড়ি বন্ধ করে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যান৷ আর এর জেরে সেখানে এক ঘণ্টা অবধি লম্বা লাইন পড়ে যায় গাড়ির৷ সেখানে পৌঁছে যান সোনৌলির স্থানীয় পুলিশ৷

স্থানীয় মানুষদের উদ্যোগে ট্রাকের কেবিন থেকে সাপ উদ্ধার করা হয়৷ সাপটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দেওয়া হয়৷

 খবর অনুযায়ি রবিবার সকালে ৯ টা নাগাদ অন্ধ্রপ্রদেশ থেকে কলা লোড করে সোনৌলিতে পৌঁছয় ,সেখান থেকে নেপালে যাচ্ছিল সেই ট্রাক৷ সেখানেই কাস্টম চেক পোস্টে নিজের ড্রাইভিং সিটের পিছন থেকে সাপের ফোঁসফোসানি শুনতে পান৷ পিছনে দেখে তাঁর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম৷ রাস্তার ওপরেই ট্রাক ছেড়ে সে নীচে লাফিয়ে পড়ে৷ এর ফলে প্রায় এক ঘণ্টা সেখানে প্রচণ্ড জ্যাম তৈরি হয়৷

ট্রাকে সাপ আছে খবর পাওয়ার পর আশপাশের দোকানদারদের মধ্য প্রচণ্ড ভয়ের পরিস্থিতি তৈরি হয়৷ সাপকে দেখতে এলাকার মানুষ ভিড় করে আসেন৷ ঘটনাস্থলে পৌঁছয় সোনৌলি পুলিশ৷ স্থানীয় মানুষের সহযোগিতায় ট্রাক থেকে সাপটি উদ্ধার হয়৷

চৌকি -র দায়িত্বে থাকা অশোক কুমার জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ববলু শ্রীবাস্তব ও অন্য মানুষজনের সাহায্যে আধ ঘণ্টা ধরে চেষ্টা করার পর আট ফুটের লম্বা বিষাক্ত সাপটি উদ্ধার হয়৷ পরে সেটাকে রোহিন নদীতে ছেড়ে দেওয়া হয়৷

Published by:Debalina Datta
First published:

Tags: Gorakhpur, Snake