প্রায় ১২২ শতাংশ হারে ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন

ফের এক লাফে অনেকটাই বাড়বে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সরকারি দফতরে কর্মরত কর্মীদের বেতন ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: নয়া অর্থবর্ষের শুরুর কিছুদিন কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ ফের এক লাফে অনেকটাই বাড়বে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সরকারি দফতরে কর্মরত কর্মীদের বেতন ৷

    গত বছরই সপ্তম কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মাইনে বেড়েছে ২.৫৭ গুণ হারে ৷ এবার ডিএ-এর পর বিভিন্ন অ্যালাউন্স বাড়ার পালা ৷ সূত্রের খবর, অর্থসচিব অশোক লাভাসার নেতৃত্বে তৈরি কমিটি সপ্তম পে কমিশনের ভাতা সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখে চুড়ান্ত রিপোর্ট অর্থমন্ত্রকে জমা দিয়েছে ৷ সেই রিপোর্ট অনুযায়ীই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স ৷

    এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম পে কমিশন তিনটি শ্রেণীর শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তিন ধরনের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব পেশ করেছিল ৷ সেই অনুযায়ী তিন শ্রেণী অর্থাৎ জীবিকার মান অনুযায়ী ভাগ করা শহরগুলির বাসিন্দা সরকারি কর্মীর HR ভাতা ২৪, ১৬ এবং ৮ শতাংশ হারে বাড়তে পারে ৷ একইসঙ্গে সপ্তম পে কমিশনের প্রস্তাব অনুযায়ী ডিএ যদি কেন্দ্রীয় কর্মীর বেতনের ৫০ শতাংশ হয় তাহলে ২৭, ১৪ এবং ৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাড়ি ভাড়ার অ্যালাউন্স ৷ অর্থাৎ সব মিলিয়ে নতুন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন ১০৬ থেকে ১২২ শতাংশ বাড়বে ৷

    এর ফলে লাভবান হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ১৪ লক্ষ নিরাপত্তাকর্মী ও ৫৩ লক্ষ পেনশনগ্রাহক । এখন শুধু সেই রিপোর্টে অর্থমন্ত্রকের চুড়ান্ত সিলমোহর পড়া বাকি ৷

    ২০১৬ সালের ২৯ জুন সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ সেই সুপারিশ অনুযায়ী নতুন স্যালারি স্কেল লাগু হয়েছে ১ জানুয়ারি ২০১৬ থেকেই ৷ আগামী ১লা অগস্ট থেকেই বর্ধিত বেতন হাতে পাচ্ছেন সরকারি কর্মচারিরা ৷

    চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহার নেতৃত্বে সরকার একটি প্যানেল গঠন করে ৷ সপ্তম পে কমিশনের প্রস্তাব করা বিষয়গুলি বাস্তবায়ন ছিল এই প্যানেল গঠনের উদ্দেশ্য ৷ বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশনের প্রস্তাবের ফলে উপকৃত হয়েছেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ১৪ লক্ষ নিরাপত্তাকর্মী ও ৫২ লক্ষ পেনশনগ্রাহক ।

    সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, চাকরির শুরুতেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন হল ১৮ হাজার টাকা আর সর্বাধিক মাসিক বেতন হয়েছে আড়াই লক্ষ টাকা ৷

    এই প্রস্তাব কার্যকর হলে ১৮ হাজার টাকা বেতনভোগী কর্মী HRA হিসেবে পাবেন নূন্যতম ৪,৩২০ টাকা এবং আড়াই লাখ মাসিক বেতন প্রাপ্ত কর্মচারীর HRA-এর পরিমাণ দাঁড়াবে আনুমানিক ৬০ হাজার টাকা ৷

    First published:

    Tags: 7th Pay Commission Recommendations, Allowences, Cash, Central Goverment Employee, Pay Hike, Pay Hike For Government Officials, Salary Increase