News18 UCC Survey: চার জন মহিলাকে বিয়ের অধিকার পুুরুষের, বিপক্ষে ৭৬ শতাংশ মুসলিম মহিলা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নিউজ ১৮-এর মোট ৮৮৪ জন সাংবাদিকদের মাধ্যমে এই সমীক্ষা চালানো হয়েছিল৷
কলকাতা: কেন্দ্রের প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিকে কি সমর্থন করছেন সংখ্যালঘু মুসলিম মহিলারা? তা জানতেই দেশের ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৮০৩৫ জন মহিলার মধ্যে সমীক্ষা চালিয়েছিল নিউজ ১৮ নেটওয়ার্ক৷
এই সমীক্ষায় ৭৬ শতাংশ বা ৬১৪৬ জন মুসলিম মহিলাই জানিয়েছেন, তাঁরা পুরুষদের চারজন মহিলাকে বিয়ে করার অধিকারকে সমর্থন করেন না৷
নিউজ ১৮-এর মোট ৮৮৪ জন সাংবাদিকদের মাধ্যমে এই সমীক্ষা চালানো হয়েছিল৷ সমীক্ষা চালানোর সময় অবশ্য এই মুসলিম মহিলাদের জানানো হয়নি যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জনমত যাচাই করতেই এই সমীক্ষা চালানো হচ্ছে৷ অভিন্ন দেওয়ানি বিধির আওতায় যে বিষয়গুলি থাকার কথা, সেই সংক্রান্ত প্রশ্নই সংখ্যালঘু মুসলিম মহিলাদের সামনে রাখা হয়েছিল৷ যে মুসলিম মহিলাদের সামনে এই প্রশ্নগুলি রাখা হয়েছিল তাঁদের বয়স ১৮ থেকে ৬৫-র মধ্যে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ৬৭ শতাংশ মুসলিম মহিলা বিবাহ, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের ক্ষেত্রে সাধারণ আইন সমর্থন করেন
বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক নেওয়ার মতো বিষয়গুলির ক্ষেত্রে সবধর্মের জন্য একই আইন প্রণয়নই অভিন্ন দেওয়ানি বিধির লক্ষ্য৷ যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন মুসলিম সংগঠন৷ মুসলিম ল বোর্ডও ক্ষোভের সঙ্গে জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সংখ্যালঘুদের অধিকার দমন করা ঠিক নয়৷ এর রেই আইন কমিশন জানিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নতুন করে আলোচনা করা হবে৷
advertisement
এই পরিপ্রেক্ষিতে বিশেষত মুসলিম মহিলারা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কী ভাবছেন, তা জানতেই সমীক্ষা চালিয়েছিল নিউজ ১৮ নেটওয়ার্ক৷
চারজন মহিলাকে বিয়ে করার অধিকার কি থাকা উচিত মুসলিম পুরুষদের? এই প্রশ্নের জবাবে সমীক্ষায় অংশ নেওয়া ১৮ থেকে ৪৪ বছর বয়সি মহিলাদের ৭৬ শতাংশ বা ৬,১৪৬ জন জানিয়েছেন তাঁরা পুরুষদের এই অধিকারের বিপক্ষে৷ ১৭ শতাংশ বা ১৪০০ জন মহিলা এই অধিকারের পক্ষে মত দিয়েছেন৷ ৬ শতাংশ বা ৪৮৯ জন মহিলা জানিয়েছেন তাঁরা এ বিষয়ে কিছু জানেন না৷
advertisement
বিশেষত স্নাতক স্তর উত্তীর্ণ ১৮ থেকে ৪৪ বছর বয়সি মহিলাদের অধিকাংশ মুসলিম পুরুষদের এই অধিকারের বিপক্ষে জোরাল ভাবে মত দিয়েছেন৷ ৪৪ বছর বা তার বেশি বয়সের মহিলাদের মধ্যে ৭১ শতাংশও জানিয়েছেন তাঁরা এই অধিকার চান না৷ ২০ শতাংশ জানিয়েছেন তাঁরা এই অধিকারের পক্ষে৷ ৯ শতাংশ জানিয়েছেন তাঁরা কিছু জানেন না৷
advertisement
স্নাতক উত্তীর্ণ মুসলিম মহিলাদের মধ্যে ৭৯ শতাংশ বা ২৩৮৫ জনই পুরুষদের এই অধিকারের বিপক্ষে মত দিয়েছেন৷
যে মহিলাদের বয়স ১৮ থেকে ৪৪-এর মধ্যে, তাঁদের মধ্যেও ৭৮ শতাংশ পুরুষদের এই অধিকারের বিপক্ষে মত দিয়েছেন৷ ১৭ শতাংশ বা ১০৫৫ জন বলেছেন তাঁরা এই অধিকারের পক্ষে৷ ৯ শতাংশ জানিয়েছেন তাঁরা এই প্রশ্নের উত্তর জানেন না৷
advertisement
যে মহিলাদের মধ্যে সমীক্ষা চালানো হয়, তাঁধের মধ্যে ১৯ শতাংশের বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে৷ ৩৩ শতাংশের বয়স ২৫ থেকে ৩৪-এর মধ্যে৷ ২৭ শতাংশের বয়স ৩৫ থেকে ৪৪-এর মধ্যে৷ ১৪ শতাংশের বয়স ৪৫ থেকে ৫৪-এর মধ্যেে এবং ৫ শতাংশের বয়স ৫৫ থেকে ৬৪-এর মধ্যে৷ ২ শতাংশ মহিলা ছিলেন ৬৫ বছরের উপরে৷
advertisement
এঁদের মধ্যে ৭০ শতাংশই বিবাহিত, ২৪ শতাংশ অবিবাহিত৷ ৩ শতাংশ ছিলেন যাঁদের স্বামীর মৃত্যু হয়েছে এবং ৩ শতাংশ বিবাহ বিচ্ছিন্না৷ সমীক্ষায় অংশ নেওয়া ৭৩ শতাংশ মহিলা সুন্নি মুসলিম, ১৩ শতাংশ শিয়া মুসলিম এবং বাকিরা অন্যান্য সম্প্রদায় ভুক্ত৷
এঁদের মধ্যে ১১ শতাংশ স্নাতক উত্তীর্ণ, ২৭ শতাংশ স্নাতক, ২১ শতাংশ দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, ১৪ শতাংশ দশম শ্রেণি বা তাঁর বেশি পড়েছেন, ১৪ শতাংশ দশম শ্রেণি বা তাঁর বেশি পড়েছেন, ১৩ শতাংশ পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন, ৪ শতাংশ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন এবং ৪ শতাংশ নিরক্ষর ও ৪ শতাংশের সামান্য অক্ষরজ্ঞান ছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 11:39 PM IST