GK shiva idol: ধ্যানমগ্ন ৭৬ ফুটের শিবমূর্তি! দেশের কোথায় আছে বলতে পারবেন? বর্ষা এলেই ভিড় জমে

Last Updated:

এই মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল ২০০২ সালে। শেষ হয় ২০০৬ সালে। দক্ষিণ ভারতের শিমোগার এক শিল্পী এই শিবমূর্তি গড়েছিলেন। মন্দিরের শান্ত ও পবিত্র পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক ও মানসিক শান্তি প্রদান করে। এখানে এসে ভক্তেরা শিবের পূজা করেন। ধ্যানও করেন।

কলকাতা: দেশেই রয়েছে ৭৬ ফুট উচ্চতার শিবমূর্তি। এই মূর্তি দর্শনের জন্য তীর্থযাত্রীদের ভিড় জমে বছর বছর। শিবের বিগ্রহ ঘিরে নানা ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে নবনির্মিত শহর বিজয়নগর, সেখানকারই কাচনার এলাকায় রয়েছে এই শিবমূর্তি। ধ্যানমগ্ন এই মূর্তি সাদা মার্বেল পাথরের তৈরি।
শিবরাত্রি এবং শ্রাবণ মাসে ভক্তরা এখানে জল ঢালতে আসেন। এই সময়ে মন্দিরে বিশেষ ধরনের পুজোর আয়োজন হয়। শস্য এবং ঘিয়ের মতো নৈবেদ্য পুড়িয়ে শিবের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের রীতি আছে এখানে। এই আচারগুলি ছাড়াও, মন্দিরে আরতি হয় ঘিয়ের প্রদীপ দিয়ে। সেই অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত এই শিবমন্দির। প্রবেশমূল্য নেই। তবে পার্কিং ফি এবং সাধারণ জুতো রাখার জন্য টাকা দিতে হতে পারে। ৩ একর জমিতে খোলা বাগান পরিবেষ্টিত এই শিবমূর্তি বর্তমানে পর্যটক টেনে আনছে।
advertisement
advertisement
এই মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল ২০০২ সালে। শেষ হয় ২০০৬ সালে। দক্ষিণ ভারতের শিমোগার এক শিল্পী এই শিবমূর্তি গড়েছিলেন। মন্দিরের শান্ত ও পবিত্র পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক ও মানসিক শান্তি প্রদান করে। এখানে এসে ভক্তেরা শিবের পূজা করেন। ধ্যানও করেন। মন্দির চত্ত্বরে অবস্থিত সুন্দর বাগান এবং হ্রদগুলিও ভক্তদের জন্য আকর্ষণীয় স্থান।ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জল, বিশ্রামের স্থান এবং প্রসাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের কাছেই রয়েছে বাজার। সেখানে পুজোর উপকরণ কিনতে পাওয়া যায়। শ্রাবণ মাস পড়তেই ভক্তদের ভিড় উপচে পড়ছে এখন শিবমন্দিরে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
GK shiva idol: ধ্যানমগ্ন ৭৬ ফুটের শিবমূর্তি! দেশের কোথায় আছে বলতে পারবেন? বর্ষা এলেই ভিড় জমে
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement