GK shiva idol: ধ্যানমগ্ন ৭৬ ফুটের শিবমূর্তি! দেশের কোথায় আছে বলতে পারবেন? বর্ষা এলেই ভিড় জমে

Last Updated:

এই মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল ২০০২ সালে। শেষ হয় ২০০৬ সালে। দক্ষিণ ভারতের শিমোগার এক শিল্পী এই শিবমূর্তি গড়েছিলেন। মন্দিরের শান্ত ও পবিত্র পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক ও মানসিক শান্তি প্রদান করে। এখানে এসে ভক্তেরা শিবের পূজা করেন। ধ্যানও করেন।

কলকাতা: দেশেই রয়েছে ৭৬ ফুট উচ্চতার শিবমূর্তি। এই মূর্তি দর্শনের জন্য তীর্থযাত্রীদের ভিড় জমে বছর বছর। শিবের বিগ্রহ ঘিরে নানা ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে নবনির্মিত শহর বিজয়নগর, সেখানকারই কাচনার এলাকায় রয়েছে এই শিবমূর্তি। ধ্যানমগ্ন এই মূর্তি সাদা মার্বেল পাথরের তৈরি।
শিবরাত্রি এবং শ্রাবণ মাসে ভক্তরা এখানে জল ঢালতে আসেন। এই সময়ে মন্দিরে বিশেষ ধরনের পুজোর আয়োজন হয়। শস্য এবং ঘিয়ের মতো নৈবেদ্য পুড়িয়ে শিবের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের রীতি আছে এখানে। এই আচারগুলি ছাড়াও, মন্দিরে আরতি হয় ঘিয়ের প্রদীপ দিয়ে। সেই অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত এই শিবমন্দির। প্রবেশমূল্য নেই। তবে পার্কিং ফি এবং সাধারণ জুতো রাখার জন্য টাকা দিতে হতে পারে। ৩ একর জমিতে খোলা বাগান পরিবেষ্টিত এই শিবমূর্তি বর্তমানে পর্যটক টেনে আনছে।
advertisement
advertisement
এই মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল ২০০২ সালে। শেষ হয় ২০০৬ সালে। দক্ষিণ ভারতের শিমোগার এক শিল্পী এই শিবমূর্তি গড়েছিলেন। মন্দিরের শান্ত ও পবিত্র পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক ও মানসিক শান্তি প্রদান করে। এখানে এসে ভক্তেরা শিবের পূজা করেন। ধ্যানও করেন। মন্দির চত্ত্বরে অবস্থিত সুন্দর বাগান এবং হ্রদগুলিও ভক্তদের জন্য আকর্ষণীয় স্থান।ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জল, বিশ্রামের স্থান এবং প্রসাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের কাছেই রয়েছে বাজার। সেখানে পুজোর উপকরণ কিনতে পাওয়া যায়। শ্রাবণ মাস পড়তেই ভক্তদের ভিড় উপচে পড়ছে এখন শিবমন্দিরে।
বাংলা খবর/ খবর/দেশ/
GK shiva idol: ধ্যানমগ্ন ৭৬ ফুটের শিবমূর্তি! দেশের কোথায় আছে বলতে পারবেন? বর্ষা এলেই ভিড় জমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement