730-Day Parental Leave: মাতৃত্বকালীন ছুটি ৭৩০ দিন, তালিকায় সিঙ্গল বাবারাও! লোকসভায় জানাল কেন্দ্র
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
৭৩০ দিনের এই মাতৃত্বকালীন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মীরা। একই ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সিঙ্গল বাবারাও। তবে তালিকায় বাদ বেসরকারি কর্মীরা।
কলকাতা: ৭৩০ দিন মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন প্রসূতি মায়েরা। লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। ৭৩০ দিনের এই মাতৃত্বকালীন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মীরা। একই সঙ্গে ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সিঙ্গল বাবারাও। তবে তালিকায় বাদ বেসরকারি কর্মীরা।
কেন্দ্রীয় পার্সোনেল মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সন্তান যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তবে সেক্ষেত্রে এই ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ নেওয়ার ক্ষেত্রে কোনও বয়সের ঊর্ধ্বসীমা থাকছে না।
advertisement
সন্তান জন্মের পর শুধু মায়েদের দায়িত্ব নয়, বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে নবজাতক পালনে৷ তাই মাতৃত্বকালীন ছুটির মতো পিতৃত্বকালীন ছুটির বিষয় নিয়ে চর্চা হয়েছে বহুবার৷ মায়েদের উপর অভিভাবকত্বের বোঝা কমাতে পিতৃত্বকালীন ছুটি বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তবে সিঙ্গল বাবাদের এই ছুটি মেলার বিষয়টিকে ইতিবাচক নজরেই দেখছেন সবাই। বর্তমানে আইন অনুযায়ী সরকারি ও বেরসরকারি উভয় ক্ষেত্রে মহিলা কর্মীরা সর্বাধিক ১৮২ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।
advertisement
সম্প্রতি এক বছরের মাতৃত্বকালীন ছুটি এবং ৩০দিনের পিতৃত্বকালীন ছুটির সুবিধার কথা ঘোষণা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 6:30 PM IST