#71for71Challenge: স্বাধীনতার ৭১ বছর, ৭১-র ভিডিও চ্যালেঞ্জ এক ভারতীয়র !
Last Updated:
ভারতীয়দের এক করার উদ্দেশ্যে ভিডিও পোস্ট করেছেন সায়ন ৷ সায়ন সফল তাঁর প্রয়াসে ৷
#মুম্বই: ৭১ বছরে পা দেবে আমাদের স্বাধীনতা ৷ ৭১-রই চ্যালেঞ্জ ছুঁড়লেন এক ভারতীয় ৷ জাতীয় সঙ্গীতকে আরও জনপ্রিয় করতে এই প্রয়াস মুম্বইয়ের বাসিন্দা সায়ন ইতালিয়া ৷ সঙ্গে ভারতীয়দের সঙ্গবদ্ধ করতে ৷ সায়ন এক দক্ষ পিয়ানিস্ট ৷ বহু বছর ধরে তিনি এই চর্চা করছেন ৷ এবার পিয়ানোয় তিনি বাজালেন 'জন গণ মন' ৷ এই ভিডিওটি পোস্ট করে ভারতীদের কাছে সায়ন আর্জি জানিয়েছিলেন ভিডিওটি দেখতে ৷ দর্শকের লক্ষ্যমাত্রা রাখলেন ৭১ মিলিয়ান (৭কোটি ১০ লক্ষ) ৷ স্বাধীনতার বয়সের সঙ্গে মিল রেখেই তৈরি করলেন এই লক্ষ্য ৷ ইতিমধ্যেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছেন সায়ন ৷ তিনি সফল তাঁর কাজে ৷
আরও পড়ুন রেলে হতে চলেছে বিপুল কর্মী নিয়োগ
advertisement
ভারতীয়রাও সাড়া দিয়েছে সায়নের এই প্রয়াসে ৷ ভিডিওটির মাধ্যমে তিনি একাট্টা করতে পেরেছেন দেশ এবং দেশের বাইরের ভারতীয়দের ৷ এতেই মিলেছে সার্থকতা ৷ এখনও না শুনে থাকলে শুনুন ও দেখুন এই ভিডিও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2018 4:24 PM IST