Genius Child: তুখোড় স্মৃতিশক্তি, ৭ বছর বয়সেই পদার্থবিদ্যার ডায়াগ্রাম একে নজির গড়লেন 'জিনিয়াস' শিশু
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Genius Child: ৭ বছর বয়সে সে ইতিমধ্যেই চারটি ভাষায় বর্ণমালা পড়তে এবং লিখতে শিখেছে। সে ভারতের সমস্ত রাজ্যের নাম, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের নাম মনে রাখে। যাঁরা চেনেন, তাঁরা তাঁকে সুপার কম্পিউটার বলেন।
৭ বছর বয়সে বেশিরভাগ শিশু তাদের নাম লিখতে এবং ABC পড়তে শিখতে পারে। তবে, সাগরের এই শিশুর ক্ষমতা আলাদা। ৭ বছর বয়সে সে ইতিমধ্যেই চারটি ভাষায় বর্ণমালা পড়তে এবং লিখতে শিখেছে। সে ভারতের সমস্ত রাজ্যের নাম, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের নাম মনে রাখে। সে ২৫টি পর্যন্ত টেবিল জানে এবং তাদের পতাকা দেখে দেশের নাম বলতে পারে। সে খুব দ্রুত ধাঁধা সমাধান করে এবং ব্ল্যাকবোর্ডে তার বাবার আঁকা পদার্থবিদ্যার চিত্রের সূত্রগুলি প্রতিলিপি করতে পারে। তার মনে রাখার ক্ষমতা অসাধারণ, একবার বা দুবার ব্যাখ্যা করা যে কোনও বিষয় দীর্ঘ সময়ের জন্য মনে রাখা হয়। তবে, তার কার্যকলাপের প্রতি এখন মনোযোগ দেওয়া প্রয়োজন। যাঁরা চেনেন, তাঁরা তাঁকে সুপার কম্পিউটার বলেন।
৭ বছর বয়সী এই শিশুটি অন্য যে কোনও শিশুর মতোই, কিন্তু তার অসাধারণ বুদ্ধিমত্তার কারণে তাকে একজন প্রতিভাবান শিশু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যার IQ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সে হিন্দি এবং ইংরেজি ছাড়াও গ্রিক, মঙ্গোলিয়ান এবং আরবি বর্ণমালাও জানে। সে ২-৩ অঙ্কের প্রশ্নও দ্রুত সমাধান করতে পারে। অণয়ের মা দীক্ষা গৌতম বলেন, ‘অণয়ের বয়স যখন ৫ বছর, তখন সে দেওয়ালে এক ধরনের ভাষা লিখত, আর আমরা তা বুঝতে পারতাম না। কিন্তু যখন সে স্কুলে যেতে শুরু করে, তখন বিশেষ শিক্ষক দীপক ঠাকুর আমাদের বলেছিলেন যে এই শিশুটি আলাদা। তার আইকিউ লেভেল সাধারণ শিশুদের তুলনায় বেশি এবং তার কারণে অন্য শিশুরাও উন্নতি করেছে।’
advertisement
আরও পড়ুন-হাতে মাত্র ৫ দিন, নভেম্বরেই চরম দুঃসময় আসছে…! সূর্যের ভয়ঙ্কর চালে বিপুল আর্থিক ক্ষতি, পদে পদে বিপদ বৃষ-সহ ২ রাশির
অণয়ের বাবা অখিলেশ গৌতম একটি সরকারি স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক এবং তাঁর মতি নগরের বাড়িতে শিশুদের পড়ান। অখিলেশ ব্যাখ্যা করেন, ‘যখন আমি বাড়িতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াতাম এবং বোর্ডে যে কোনও সূত্র সমাধান করতাম, তখন আমি প্রায়শই অণয়কে ঠিক যেমন সূত্র বের করেছিলাম ঠিক তেমনই পুনরাবৃত্তি করতে দেখতাম। তবে, আমি এটিকে স্বাভাবিক বলে মনে করতাম।’
advertisement
advertisement
আরও পড়ুন-ধর্মেন্দ্র কি আদৌ লাইফ সাপোর্টে? বলিউডের ‘হি-ম্যান’-কে নিয়ে সানির টিম দিল বড় খবর
‘আমি বিশেষ শিক্ষক দীপক ঠাকুরের সঙ্গে কথা বলেছিলাম, যিনি আমাকে বলেছিলেন যে অণয় আসলে একজন প্রতিভাবান শিশু, যার আইকিউ, স্মৃতিশক্তি এবং কার্যকলাপের স্তর স্বাভাবিক শিশুদের তুলনায় বেশি।’ একজন অভিভাবক হিসেবে, অখিলেশ বলেন, “অন্যান্য শিশুদের তুলনায় আমাদের অণয়ের একটু বেশি যত্ন নিতে হবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 7:13 PM IST

