কমছেই না প্রকৃতির রাগ!‌ চারদিনে পর পর সাতবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত

Last Updated:

প্রথম খবরটা এসেছিল গত শুক্রবার। তারপর থেকে চাম্বা এলাকায় একের পর কম্পন হয়েই চলেছে।

#‌সিমলা:‌ গত ২৪ ঘণ্টায় পরপর দু’‌বার ভূমিকম্প হয়েছে দেশে। হিমাচল প্রদেশের চাম্বাতে পরপর দু’‌বার কম্পন অনুভূত হয়েছে। একদিকে মহামারীর প্রকোপে দেশে এখন আতঙ্কে দিন কাটছে মানুষের। তার মধ্যে এই ভূমিকম্পের খবর নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি করছে।
রবিবার গভীর রাতেই খবর আসে, হিমাচল প্রদেশের চাম্বায় ভূমিকম্প হয়েছে। তারপর সোমবার সকালেও চাম্বা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। রবিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৪.‌৫। আর সোমবার সকালে সেই কম্পনের মাত্রা কিছুটা কমে হয়েছে ৩.‌৬। বলা হয়েছে কম্পনের কেন্দ্র চাম্বা থেকে ১০ কিলোমিটর দূরে।
প্রথম খবরটা এসেছিল গত শুক্রবার। তারপর থেকে চাম্বা এলাকায় একের পর কম্পন হয়েই চলেছে। যদিও এখনও কোনও মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘটনায় স্বাভাবিক ভাবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
advertisement
advertisement
এখন ঘরে থাকাটাই একমাত্র কাজ। দেশের মানুষকে করোনাকে পরাস্ত করার কারণে ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতে নতুন করে ভূমিকম্পের আতঙ্ক তৈরি হলে পরিস্থিতি ভয়াবহ হতেই পারে।
বাংলা খবর/ খবর/দেশ/
কমছেই না প্রকৃতির রাগ!‌ চারদিনে পর পর সাতবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement