অসহিষ্ণুতা নিয়ে পাল্টা চিঠি, এবার নমোর সমর্থনে খোলা চিঠি ৬১ জন বিশিষ্টদের

Last Updated:

ফের অসহিষ্ণুতা নিয়ে চিঠি ৷ বলা ভালো প্রধানমন্ত্রীকে চিঠির এটি পালটা চিঠি ৷ এই চিঠি আগের বিশিষ্টদের চিঠি থেকে অনেকটাই আলাদা ৷ এখানেও রয়েছেন অবশ্য বিশিষ্টরা ৷ ৬১ জন বিশিষ্টদের তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত, প্রসূন যোশী, মধুর ভান্ডারকর, পণ্ডিত বিশ্বমোহন ভাটের মতো ব্যক্তিত্বরা ৷ তালিকায় রয়েছেন পার্নো মিত্রও ৷

#নয়াদিল্লি: ফের অসহিষ্ণুতা নিয়ে চিঠি ৷ বলা ভালো প্রধানমন্ত্রীকে চিঠির এটি পালটা চিঠি ৷ এই চিঠি আগের বিশিষ্টদের চিঠি থেকে অনেকটাই আলাদা ৷ এখানেও রয়েছেন অবশ্য বিশিষ্টরা ৷ ৬১ জন বিশিষ্টদের তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত, প্রসূন যোশী, মধুর ভান্ডারকর, পণ্ডিত বিশ্বমোহন ভাটের মতো ব্যক্তিত্বরা ৷ তালিকায় রয়েছেন পার্নো মিত্রও ৷
এই খোলা চিঠিতে বিশিষ্টদের দাবি, ‘কেন সামান্য কিছু ঘটনাকেই তুলে ধরা হচ্ছে? নরেন্দ্র মোদির প্রশাসন চালানোর প্রচষ্টাতে আঘাত হানতেই মিথ্যেভাবে নির্দিষ্ট কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। ৬১ জন বিশিষ্টদের এই খোলা চিঠিতে প্রশ্ন তোলা হয়, আগের চিঠিতে যাঁরা সই করেছেন, তাঁরা উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষদের উপর মাওবাদীদের হামলার সময় চুপ থেকেছেন। কাশ্মীরে যখন বিচ্ছিন্নতাবাদীরা স্কুল জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়েছিল তখনও তাঁরা নীরব থেকেছেন। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালগুলির ক্যাম্পাসে যখন সন্ত্রাসবাদীরা স্লোগান দিয়েছে তখনও কিছু বলেননি এই মানুষগুলি। সেগুলো কি অসহিষ্ণুতার নির্দশন নয় ?'
advertisement
দেশে ক্রমশ বেড়ে চলেছে অসহিষ্ণুতা৷ দমবন্ধ করা সেই পরিবেশে জীবন হয়ে উঠছে দুর্বিসহ৷ এর থেকে মুক্তি পেতে গত বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা৷ দেশকে এই অসহিষ্ণু পরিবেশ থেকে বাঁচাতে শিল্পী সমাজের এমন উদ্দ্যোগ৷ ৪৯ জন শিল্পী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে৷
advertisement
advertisement
অসহিষ্ণুতা নিয়ে মোদিকে চিঠি বিশিষ্টজনদের৷ চিঠি লিখলেন দেশের বিশিষ্টজনেরা৷ ‘অসহিষ্ণুতা হল মধ্যযুগীয় বর্বরতা’৷ চিঠিতে এমনই উল্লেখ করেছেন তাঁরা৷ বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হচ্ছে এবং না বলা হলেই তাদের মারধর করা হচ্ছে৷ দেশের বিভিন্ন রাজ্যে এমন ঘটনার সাক্ষী থাকছেন সাধারণ মানুষ৷ এর পাশাপাশি দেশের দলিত ও সংখ্যালঘুদের উপর হামলা ক্রমশ চিন্তা বাড়িয়েছে বিশিষ্টদের৷ এতে উদ্বিগ্ন শিল্পীমহল৷ এরজন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসহিষ্ণুতা নিয়ে পাল্টা চিঠি, এবার নমোর সমর্থনে খোলা চিঠি ৬১ জন বিশিষ্টদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement