UP News: চরম নির্মমতা! 'বাথরুম পরিষ্কার কর', ৬ বছরের দলিত শিশুকে ক্লাসে তালা দিয়ে চম্পট শিক্ষিকা, পরিণত ভয়ঙ্কর...
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
UP News: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা জৈন এবং ক্লাস টিচার রবিতা রানী ছয় বছর বয়সী প্রথম শ্রেণীর ওই পড়ুয়াকে ক্লাসেই তালা দিয়ে চলে যান। এই নিয়ে থানায় এফআইআর দায়ের করেন ছাত্রের মা। তাঁর অভিযোগ, দলিত বলে ছেলেকে ‘ঘৃণা’ করতেন স্কুলের শিক্ষিকারা।
উত্তরপ্রদেশ: ছয় বছরের দলিত শিশুকে দিয়ে বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার! এমনই অভিযোগে উত্তাল উত্তরপ্রদেশের জনসাথ এলাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবন্ধ শ্রেণীকক্ষ থেকে ওই পড়ুয়াকে উদ্ধার করা হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং অন্য এক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রাথমিক শিক্ষা দফতর।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা জৈন এবং ক্লাস টিচার রবিতা রানী ছয় বছর বয়সী প্রথম শ্রেণীর ওই পড়ুয়াকে ক্লাসেই তালা দিয়ে চলে যান। এই নিয়ে থানায় এফআইআর দায়ের করেন ছাত্রের মা। তাঁর অভিযোগ, দলিত বলে ছেলেকে ‘ঘৃণা’ করতেন স্কুলের শিক্ষিকারা। তাঁকে বিদ্যালয়ের শৌচাগার পরিস্কার করতে বাধ্য করা হত।
advertisement
আরও পড়ুন: ‘আমার বিয়েতে এসেছিলেন, আজ খুব মনে পড়ছে সেদিনটা…’, বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতি হাতড়াচ্ছেন ঋতুপর্ণা
advertisement
পড়ুয়ার মায়ের অভিযোগ, তাঁর ছেলে যে ক্লাসে আছে, দেখেননি শিক্ষকরা। ক্লাসে তালা দিয়ে চলে যান। স্কুল ছুটির এক ঘণ্টা পরেও ছেলে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসা করেন। কিন্তু কেউ কিছু বলতে পারেনি। শিক্ষকদের অবহেলার কারণেই এই ঘটনা বলে অভিযোগ করেছেন তিনি। ওই পড়ুয়ার মা বলেন, “স্কুলে গিয়ে দেখি সব বন্ধ। একটা ঘর থেকে কান্নার আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে গ্রামের সবাইকে বিষয়টা জানাই। প্রধান শিক্ষিকাকে ফোন করা হয়। এরপর শিক্ষিকা রবিতা রানীর স্বামী চাবি নিয়ে আসেন।’’
advertisement
শিক্ষিকা রবিতা রানীর স্বামীর দাবি, “ওই পড়ুয়া হয়ত ক্লাসে ঘুমিয়ে পড়েছিল।’’ ঘটনার পর বেসিক শিক্ষা অধিকারী সন্দীপ কুমার জানান, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক শিক্ষা অধিকারীর নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি বিষয়টি খতিয়ে দেখে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। ইতিমধ্যে প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। এবং শিক্ষিকা রানীকে দেওয়া হয়েছে এডভার্স এন্ট্রি। সন্দীপ বলেছেন, “স্কুলে তালা দেওয়ার আগে ক্লাসরুম ভাল করে দেখে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।’’
advertisement
সাসপেনশনের নোটিস দেখে ক্ষুব্ধ প্রধান শিক্ষিকা সন্ধ্যা জৈন। তাঁর সঙ্গে ‘অবিচার’ হল বলে ঘটনার দায় চাপিয়েছেন ক্লাস টিচার রবিতা রানীর উপর। তিনি বলেন, “ওই ছাত্র ঘুমিয়ে পড়লেও ক্লাসরুমে তালা দেওয়ার আগে দেখে নেওয়া উচিত ছিল।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2024 5:12 PM IST








