UPA সরকারের আমলেও ৬ বার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত, নথি নিয়ে দাবি কংগ্রেসের

Last Updated:
#নয়াদিল্লি: ফের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভোটের ময়দানে কংগ্রেস ৷ সার্জিক্যাল স্ট্রাইক ইস্যু নিয়ে ফের বিজেপিকে আক্রমণ কংগ্রেসের ৷ নির্বাচনের পঞ্চম দফার আগে কংগ্রেসের দাবি, ইউপিএ আমলেও ৬ বার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত ৷ কিন্তু তার কোনটাই ভোট জেতার উদ্দেশ্য নিয়ে করা হয়নি ৷ শুক্রবার সেই সার্জিক্যাল স্ট্রাইকগুলির সূচি প্রকাশ করল কংগ্রেস ৷
নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মন্তব্য করেন, ‘আমাদের সময়েও অনেকবার সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে ৷ সে সময় সেনা অভিযানের অর্থ ছিল ভারতবিরোধী শক্তিকে ধ্বংস করা, মিডিয়ায় প্রচার করে ভোট বাক্স ভরানো নয় ৷ এত বছরে দেশের কোনও সরকারকে কখনও বাহিনীর গৌরবকে নিজের দুর্নীতি লুকোতে ঢাল হিসেবে ব্যবহার করতে হয়নি ৷’
advertisement
প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবির স্বপক্ষে সাংবাদিক সম্মেলনে UPA সরকারের আমলে হওয়া সার্জিক্যাল স্ট্রাইকের তারিখ ধরে ধরে ছয়টি সার্জিক্যাল স্ট্রাইকের সূচি প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা ৷ তার দাবি অনুযায়ী, মনমোহন সিংয়ের সরকার প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করে ২০০৮ সালের ১৯ জুন জম্মু-কাশ্মীরের পুঞ্চের ভট্টল সেক্টরে ৷ এর পরের সার্জিক্যাল স্ট্রাইক নীলম নদীর কাছে ৷ ২০১১ সালের ৩০ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অভিযান চালানো হয় ৷ সাবন পাত্রা চেকপোস্টে ২০১৩ সালের ৬ জানুয়ারি হয় তৃতীয় সার্জিক্যাল স্ট্রাইক ৷
advertisement
advertisement
চতুর্থ সার্জিক্যালস্ট্রাইকও ওই বছরেই ৷ ২০১৩ সালের ২৭ ও ২৮ জুলাই নাজাপীর সেক্টরে অভিযান করে সেনাবাহিনী ৷ ওই বছরের অগাস্ট মাসের পঞ্চম সার্জিক্যাল স্ট্রাইক করে সেনা ৷ ২০১৩ সালে ৬ অগাস্ট নীলম ঘাঁটিতে হামলা চালায় সেনা ৷ পরের বছর অর্থাৎ ২০১৪ সালের ১৪ জানুয়ারি ষষ্ঠ সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত ৷
advertisement
কংগ্রেসের এই সূচি প্রকাশের প্রশ্ন উঠেছে এতদিন পর হঠাৎ এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা কেন প্রকাশ্যে আনল কংগ্রেস ৷ যদিও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বহুদিন ধরেই বলে আসছেন ইউপিএ জমানাতেও এমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ৷ তবে এদিন প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইকের তথ্য সামনে আনার সঙ্গে সঙ্গে এই সেনা অভিযানগুলি নিয়ে প্রথম মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷
বাংলা খবর/ খবর/দেশ/
UPA সরকারের আমলেও ৬ বার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত, নথি নিয়ে দাবি কংগ্রেসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement