লাইনচ্যুত হয়ে গেল সীমাচলম এক্সপ্রেসের ৯টি বগি, নিহত অন্তত ৬

Pic: Twitter

Pic: Twitter

জানা গিয়েছে, ৯টি বগির মধ্যে ৩টি স্লিপার, ১টি এসি ও একটি সাধারণ কামরা ৷

  • Last Updated :
  • Share this:

    #পটনা: বিহারের হাজিপুরের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ল সমাচলম এক্সপ্রেস ৷ ভোর ৩:৫২ মিনিটে ১২৪৮৭ দিল্লিগামী সীমাচলম এক্সপ্রেসটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত বহু ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েল দ্রুত উদ্ধারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন ৷জানা গিয়েছে, ৯টি বগির মধ্যে ৩টি স্লিপার, ১টি এসি ও একটি সাধারণ কামরা ৷

    First published:

    Tags: Bihar, Derail, Rail Accident, Seemanchal Express