Heat related death: গত তিন মাসে হিট স্ট্রোকের বলি হয়েছেন বহু মানুষ, চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Heat related death: দেশের বিভিন্ন রাজ্যে গরমের দাপট দেখা গিয়েছে। মরসুমের প্রথমে পশ্চিমবঙ্গেও দেখা গিয়েছিল গরমের দাপট। বাংলায় আবহাওয়ার অস্বস্তি ভাব কিছুটা কমলেও উত্তরপ্রদেশ, বিহার- সহ একাধিক জায়গায় এখনও দাপট দেখাচ্ছে এল নিনো।
নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে গরমের দাপট দেখা গিয়েছে। মরসুমের প্রথমে পশ্চিমবঙ্গেও দেখা গিয়েছিল গরমের দাপট। বাংলায় আবহাওয়ার অস্বস্তি ভাব কিছুটা কমলেও উত্তরপ্রদেশ, বিহার- সহ একাধিক জায়গায় এখনও দাপট দেখাচ্ছে এল নিনো।
কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক তথ্য প্রকাশ করে জানিয়েছে মার্চ থেকে মে মাস পর্যন্ত, হিটস্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে ৫৬ জনের, এই সময়ের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ২৪,৮৪৯ জন। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) তরফে জানানো হয়েছে শুধু মে মাসেই (৩০ মে পর্যন্ত) ৪৬ জন গরমের বলি হয়েছেন। রিপোর্টে আরও জানানো হয়েছে ১ মে থেকে ৩০ মে তারিখের মধ্যে ১৯ হাজার ১৮৯ জন ভারতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুক্রবার বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লির হিট স্ট্রোকে আক্রান্তদের মৃত্যু ধরা নেই।
advertisement
advertisement
শুধু শুক্রবারই দেশে ৪০ জন গরমের কারণে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২৫ জন বিহার এবং উত্তরপ্রদেশে ভোটগ্রহণের কাজে নিযুক্ত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ৫৬ জন মৃতের মধ্যে ১১ জন মহারাষ্ট্র, ১০ জন ওড়িশার বাসিন্দা। এ ছাড়া বিহারের রয়েছেন ৮ জন, ঝাড়খণ্ডের ৪ জন। তালিকায় মৃতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ রয়েছেন মধ্যপ্রদেশের, গরমে সেই রাজ্যের ১৪ জন প্রাণ হারিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 11:08 PM IST