কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় আবার সাফল্য ভারতীয় সেনার! একসঙ্গে পাঁচ জঙ্গি খতম

Last Updated:

এর আগে, গত ৩ জুন কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায ভারত৷

#‌জম্মু:‌ রবিবার জঙ্গি মোকাবিলার সন্ত্রাসবাদ অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় দীর্ঘক্ষণ ধরেই অপরেশন চালাচ্ছিল ভারতীয় সেনা। রবিবার দুপুরে খবর মেলে, তিনজন হেভিওয়েট জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। পরে বিকেলে খবর পাওয় যায়, পাঁচজনকে খতম করেছে ভারতীয় সেনা। অপরেশনের নাম দেওয়া হয়েছে ‘‌অপরেশন রেবন’‌।
সেনার পক্ষ থেকে বলা হয়েছে, শোপিয়ান জেলার ওই এলাকায় শেষ কয়েকদিন ধরেই সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। সেই অপরেশনের মধ্যেই হঠাৎ করে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। যদিও মৃত জঙ্গিরা কোন গোষ্ঠীর হয়ে কাজ করছিল, তা এখনও সেনার পক্ষ থেকে বলা হয়নি। তাদের পরিচয়ও এখনও প্রকাশ করেনি সেনা। শুধু জানা গিয়েছে, অপরেশনের মৃত্যু হয়েছে ৫ জঙ্গির।
advertisement
এর আগে, গত ৩ জুন কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায ভারত৷ সেদিনের অভিযানে পুলওয়ামা জঙ্গি হামলার মাস্টার মাইন্ডকে খতম করে সেনা৷ জইশ–ই–মহম্মদের মোস্ট ওয়ান্টেড জঙ্গি সদস্য হায়দার ওরফে ইদ্রিশ ওরফে ফৌজিভাই খতম করা হয়। জইশ–ই–মহম্মদের এই শীর্ষনেতাই ২০১৯ সালে পুলওয়ামা হামলার গোটা ছকটি কষেছিল৷ আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জন সিআরপিএফ জওয়ানের৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় আবার সাফল্য ভারতীয় সেনার! একসঙ্গে পাঁচ জঙ্গি খতম
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement