ধর্ষণের শাস্তি স্রেফ জুতোপেটা

Last Updated:

ধর্ষণের শাস্তি মাত্র পাঁচবার জুতোপেটা ৷ উত্তরপ্রদেশের একটি গ্রামে গণ ধর্ষণের জন্য দু’জন যুবককে পাঁচবার জুতোপেটা করার শাস্তি দিল পঞ্চায়েত ৷ পুলিশের অসহযোগিতা ও পঞ্চায়েতের অবাস্তব রায় সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ৷

#হরিয়ানা: ধর্ষণের শাস্তি মাত্র পাঁচবার জুতোপেটা ৷ উত্তরপ্রদেশের একটি গ্রামে গণ ধর্ষণের জন্য দু’জন যুবককে পাঁচবার জুতোপেটা করার শাস্তি দিল পঞ্চায়েত ৷ পুলিশের অসহযোগিতা ও পঞ্চায়েতের অবাস্তব রায় সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ৷
সূত্রের খবর, ডিসেম্বরের ১৭ তারিখ দিল্লি থেকে কয়েক ঘণ্টার দুরত্বে হাপুর জেলার তোদরপুর গ্রামে এক গৃহবধুকে ধর্ষণ করে দুই জন দুষ্কৃতি ৷ অভিযোগ ২৭ বছরের ওই মহিলা ওষুধ কিনতে দোকানে গিয়েছিলেন ৷ বাড়ি ফেরার সময় তার গ্রামেরই দুই যুবক বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় মহিলাকে ৷ আচমকা মাঝপথে রাস্তা পাল্টে নির্যাতিতাকে জোর করে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই যুবক ৷ যৌন নির্যাতন করে নির্যাতিতাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করাতে যান নিগৃহীতের পরিবার ৷ কিন্তু অভিযোগ পুলিশ কোনও ডায়েরি নিতে রাজি হয়নি ৷ অবশেষে ন্যায়ের জন্য পঞ্চায়েতের দ্বারস্থ হতে হয় নির্যাতিতাকে ৷ একটি সালিশি সভার ডাক দেয় পঞ্চায়েত ৷ সভায় অভিযুক্তদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় ৷ এই টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় ওই দুজনকে পাঁচবার জুতোপেটা করে ছেড়ে দেওয়া হয় । এরপরই সপরিবারের গ্রাম থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতি ৷ ঘটনায় ক্ষোভের আঁচ ছড়াতে তদন্তে উদ্যোগ নেয়  পুলিশ ৷ অভিযোগ দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষণের শাস্তি স্রেফ জুতোপেটা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement