প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেই রদ ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’, টুইটে বিজেপিকে খোঁচা রাহুলের

Last Updated:

নর্মদা সংরক্ষণের বদলে শুধু দুর্নীতি হয়েছে ৷ এই দাবিতেই সরব হয়েছিলেন মধ্যপ্রদেশের পাঁচ সাধু ৷ কিন্তু সেই পাঁচ সাধুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার ৷

#ভোপাল: নর্মদা সংরক্ষণের বদলে শুধু দুর্নীতি হয়েছে ৷ এই দাবিতেই সরব হয়েছিলেন মধ্যপ্রদেশের পাঁচ সাধু ৷ কিন্তু সেই পাঁচ সাধুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার ৷ আর সরকারি পদের মর্যাদা পেতেই ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’ রদ করল  তারা ৷
পাঁচ সাধুর প্রতিমন্ত্রীর ঘটনা এবং নর্মদা ঘোটালা রথযাত্রা’ রদ  করাকে কেন্দ্র করে ফের শাসক দলকে কাঠগড়ায় তুলল কংগ্রেস ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই এমন একটি উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার ৷ এমনটাই দাবি কংগ্রেসের ৷ বিরোধী দলগুলির দাবি, বিজেপির এই পদক্ষেপ  ‘তোষণের রাজনীতি’ ছাড়া আর কিছুই নয় ৷ এই প্রসঙ্গে টুইট করে  ওই পাঁচ সাধুকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ৷
advertisement
advertisement
প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া এই পাঁচ সাধুদের মধ্যে রয়েছেন নর্মদানন্দ মহারাজ, হরিহরানন্দ মহারাজ, কম্পিউটার বাবা, ভায়ু মহারাজ এবং পণ্ডিত যোগেন্দ্র মোহান্ত ৷ রাজ্যের একজন মন্ত্রী যা যা সুবিধা পেয়ে থাকেন ৷ সেই সমস্ত সুবিধাই পাবেন এই পাঁচ সাধু ৷
advertisement
শিবরাজ সরকারের তরফে এই মর্যাদা পাওয়ার পরই নর্মদা সংরক্ষণের আন্দোলন থেকে সর্বসমক্ষে পিছু হটেছেন দুই সাধু ৷ কম্পিউটার বাবা এবং যোগেন্দ্র মোহান্ত জানিয়েছেন, নর্মদা নদী সংরক্ষণের সমস্ত দায়ভার এবার সরকারের ৷ কারণ রাজ্য সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়ে নর্মদা নদী সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সেই কারণেই আপাতত নর্মদা আন্দোলন রদ করলেন এই পাঁচ সাধু ৷
advertisement
প্রতিমন্ত্রীর পদ পাওয়ার পরই কম্পিউটার বাবা জানিয়েছেন, ‘যদি আমরা সরকারি কোনও পদের সুযোগ সুবিধা না পাই তাহলে কেমনভাবে এই আন্দোলন চালাব ? কারণ শুধু আন্দোলন করেই এই সংরক্ষণ সম্ভব নয় ৷ জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলার প্রয়োজন রয়েছে ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেই রদ ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’, টুইটে বিজেপিকে খোঁচা রাহুলের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement