প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেই রদ ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’, টুইটে বিজেপিকে খোঁচা রাহুলের

Last Updated:

নর্মদা সংরক্ষণের বদলে শুধু দুর্নীতি হয়েছে ৷ এই দাবিতেই সরব হয়েছিলেন মধ্যপ্রদেশের পাঁচ সাধু ৷ কিন্তু সেই পাঁচ সাধুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার ৷

#ভোপাল: নর্মদা সংরক্ষণের বদলে শুধু দুর্নীতি হয়েছে ৷ এই দাবিতেই সরব হয়েছিলেন মধ্যপ্রদেশের পাঁচ সাধু ৷ কিন্তু সেই পাঁচ সাধুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার ৷ আর সরকারি পদের মর্যাদা পেতেই ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’ রদ করল  তারা ৷
পাঁচ সাধুর প্রতিমন্ত্রীর ঘটনা এবং নর্মদা ঘোটালা রথযাত্রা’ রদ  করাকে কেন্দ্র করে ফের শাসক দলকে কাঠগড়ায় তুলল কংগ্রেস ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই এমন একটি উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার ৷ এমনটাই দাবি কংগ্রেসের ৷ বিরোধী দলগুলির দাবি, বিজেপির এই পদক্ষেপ  ‘তোষণের রাজনীতি’ ছাড়া আর কিছুই নয় ৷ এই প্রসঙ্গে টুইট করে  ওই পাঁচ সাধুকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ৷
advertisement
advertisement
প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া এই পাঁচ সাধুদের মধ্যে রয়েছেন নর্মদানন্দ মহারাজ, হরিহরানন্দ মহারাজ, কম্পিউটার বাবা, ভায়ু মহারাজ এবং পণ্ডিত যোগেন্দ্র মোহান্ত ৷ রাজ্যের একজন মন্ত্রী যা যা সুবিধা পেয়ে থাকেন ৷ সেই সমস্ত সুবিধাই পাবেন এই পাঁচ সাধু ৷
advertisement
শিবরাজ সরকারের তরফে এই মর্যাদা পাওয়ার পরই নর্মদা সংরক্ষণের আন্দোলন থেকে সর্বসমক্ষে পিছু হটেছেন দুই সাধু ৷ কম্পিউটার বাবা এবং যোগেন্দ্র মোহান্ত জানিয়েছেন, নর্মদা নদী সংরক্ষণের সমস্ত দায়ভার এবার সরকারের ৷ কারণ রাজ্য সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়ে নর্মদা নদী সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সেই কারণেই আপাতত নর্মদা আন্দোলন রদ করলেন এই পাঁচ সাধু ৷
advertisement
প্রতিমন্ত্রীর পদ পাওয়ার পরই কম্পিউটার বাবা জানিয়েছেন, ‘যদি আমরা সরকারি কোনও পদের সুযোগ সুবিধা না পাই তাহলে কেমনভাবে এই আন্দোলন চালাব ? কারণ শুধু আন্দোলন করেই এই সংরক্ষণ সম্ভব নয় ৷ জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলার প্রয়োজন রয়েছে ৷ ’
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেই রদ ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’, টুইটে বিজেপিকে খোঁচা রাহুলের
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement