সরকারি আবাস নির্মাণ কাজের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ৫ শ্রমিক
Last Updated:
#হায়দরাবাদ: তেলেঙ্গানার রামপল্লী গ্রামে চলছিল হাউজিং প্রজেক্টের কাজ ৷ ১০ তলা বিল্ডিংয়ের উপর কাজ করছিলেন কর্মীরা ৷ আচমকাই সাময়িকভাবে তৈরি বাঁশের মাচা ভেঙে পড়ে ৷ সেই বাঁশের তৈরি মইয়ের উপরে থাকা কাছ করছিলেন ৭ শ্রমিক ৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৫ শ্রমিকের ৷ গুরুতর আহত ২ ৷
সূত্রের খবর, হাউজিং প্রজেক্টটির কাজ চলছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির তত্ত্বাবধানে ৷ ১০ তলা বিল্ডিংয়ের উপর চলছিল কাজ ৷ আচমকাই সেই বাঁশের তৈরি মই ভেঙে পড়ে ৷
শ্রমিকদের অভিযোগ, এই সমস্ত হাউজিং প্রজেক্ট তৈরির ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার দিকে একেবারেই নজর দেওয়া হয়না ৷ এমনকী, কাজের সময়ও তাদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা না হয়না বলে অভিযোগ শ্রমিকদের ৷ গোটা ঘটনাটির তদন্তের আর্জি জানিয়েছেন ওই প্রজেক্টে কর্মরত অন্যান্য শ্রমিকেরা ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃত ৫ শ্রমিককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৷ তাদের মধ্যে রয়েছেন শিবেল রায়, সৈয়ফ উল হক, অভিজিত রায়, মিলান শেখ এবং যশ কুমার ৷ এদের মধ্যে যশ কুমার ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ এছাড়া বাকি সকলেই বাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ মরদেহগুলি ময়নাতদন্তে জন্য হায়দরাবাদের গান্ধি হাসপাতালে পাঠানো হয়েছে ৷
advertisement
প্রসঙ্গত, ডাবল বেডরুমের এই হাউজিং প্রজেক্টটি রাজ্যের গ্রামীন এবং মফ:স্বলের মানুষের জন্য তৈরি করা হচ্ছিল ৷ এই স্কিমের অন্তর্ভুক্ত প্রায় ২ লক্ষ ৬০ হাজার পরিবারকে ঘর দেওয়ার পরিকল্পনা করছিল টিআরএস সরকার ৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত রয়েছে ১৪০০টি বাড়ি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2019 3:50 PM IST