Accident: লাদাখে হড়পা বানে ট্যাঙ্ক সমেত ভেসে গেলেন ৫ সেনা জওয়ান! শোকপ্রকাশ রাজনাথের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Accident: লাদাখের ভারত-চিন সীমান্তে মৃত্যু পাঁচ সেনা জওয়ানের। দৌলত বেগ ওল্ডি এলাকায় ট্যাঙ্ক নিয়ে অনুশীলন করার সময় নদী পার হতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই দু:সংবাদ জানানো হয়েছে।
নয়াদিল্লি: লাদাখের ভারত-চিন সীমান্তে মৃত্যু পাঁচ সেনা জওয়ানের। দৌলত বেগ ওল্ডি এলাকায় ট্যাঙ্ক নিয়ে অনুশীলন করার সময় নদী পার হতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই দু:সংবাদ জানানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, জলের তোড়ে তলিয়ে যান পাঁচ সেনা জওয়ান। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা সৈন্যের প্রাণ হারানোয় আমরা গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনও ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্ত:রিক সমবেদনা। এই দুঃসময়ে জাতি তাদের পাশে রয়েছে।’’
advertisement
Deeply saddened at the loss of lives of five of our brave Indian Army soldiers in an unfortunate accident while getting the tank across a river in Ladakh.
We will never forget exemplary service of our gallant soldiers to the nation. My heartfelt condolences to the bereaved…
— Rajnath Singh (@rajnathsingh) June 29, 2024
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, লাইন অফ অ্যাকচুয়াল লাইন বা এলওসি টি-১২ ট্যাঙ্ক নিয়ে নদী পেরোনোর চেষ্টা করে সেনাবাহিনীর দলটি। তবে নদীর জল বাড়তে শুরু করে। ট্যাঙ্ক-সহ সেনা জওয়ানরা নদীর জলে ভেসে যান। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ।
advertisement
জানা গিয়েছে, ঘটনাটি মন্দির মোড় এলাকা থেকে ১৪৮ কিলোমিটার দূরে ঘটেছে শুক্রবার রাত ১ টায় ঘটে এই দুর্ঘটনা। শোক নদীতে তলিয়ে যায় পাঁচ জওয়ানের দেহ।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2024 2:27 PM IST