পূত্রবধূকে শ্লীলতাহানি করার অভিযোগে বাবাকে খুন করল ছেলেরা
Last Updated:
মদ্যপ অবস্থায় পূত্রবধূকে শ্লীলতাহানি করার অভিযোগে ৪৯ বছরের এক ব্যক্তিকে খুন করল দুই ছেলে ৷ ঝাড়খণ্ডের বুকরা গ্রামের ঘটনা ৷ জানা গিয়েছে, সুরজ পাশওয়ান নামে ওই ব্যক্তি তার বড় পুত্রবধুর শ্লীলতাহানি করে৷ ঘটনার দিন নিজের ঘরে ঘুমোচ্ছিলেন তার পুত্রবধূ ৷ সেই সুযোগে তার ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে ৷ কিন্তু সেই সময় তার দুই ছেলে সেখানে উপস্থিত হয়ে পড়ে এবং হাতানাতে ধরে ফেলে বাবার কুর্কীতি৷ বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে মাথা ঠিক রাখতে পারেনি তার দুই ছেলে - রিঙ্কু পাশওয়ান (২৪) ও ছট্টু পাশওয়ান (২১) ৷ এরপর বাবাকে বেধড়ক মারধর করে দুই ছেলে ৷ ঘটনায় সুরজের মৃত্যু হলে পুরো বিষয়টি আত্মহত্যা প্রমান করার জন্য বাবার মৃতদেহকে গাছে ঝুলিয়ে দেয় ধৃতরা ৷ পরে অবশ্য ঘটনার তদন্তে নেমে রিঙ্কু ও ছট্টুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশি জেরার সময় ধৃতরা নিজেদের অপরাধ স্বীকার করেছে ৷ তবে সঙ্গে তারা জানায় বাবাকে হত্যা করার উদ্দেশ্য তাদের ছিল না ৷ ঘটনাচক্রে তার মৃত্যু হয়েছে ৷
#রাঁচি: মদ্যপ অবস্থায় পূত্রবধূকে শ্লীলতাহানি করার অভিযোগে ৪৯ বছরের এক ব্যক্তিকে খুন করল তার দুই ছেলে ৷ ঝাড়খণ্ডের বুকরা গ্রামের ঘটনা ৷ জানা গিয়েছে, সুরজ পাশওয়ান নামে ওই ব্যক্তি তার বড় পুত্রবধুর শ্লীলতাহানি করে৷ ঘটনার দিন নিজের ঘরে ঘুমোচ্ছিলেন তার পুত্রবধূ ৷ সেই সুযোগে ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে ৷ কিন্তু সেই সময় তার দুই ছেলে সেখানে উপস্থিত হয়ে পড়ে এবং হাতানাতে ধরে ফেলে বাবার কুর্কীতি৷ বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে মাথা ঠিক রাখতে পারেনি তার দুই ছেলে - রিঙ্কু পাশওয়ান (২৪) ও ছট্টু পাশওয়ান (২১) ৷ এরপর বাবাকে বেধড়ক মারধর করে দুই ছেলে ৷ ঘটনায় সুরজের মৃত্যু হলে পুরো বিষয়টি আত্মহত্যা প্রমান করার জন্য বাবার মৃতদেহকে গাছে ঝুলিয়ে দেয় ধৃতরা ৷ পরে অবশ্য ঘটনার তদন্তে নেমে রিঙ্কু ও ছট্টুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশি জেরার সময় ধৃতরা নিজেদের অপরাধ স্বীকার করেছে ৷ তবে সঙ্গে তারা জানিয়েছে বাবাকে হত্যা করার উদ্দেশ্য তাদের ছিল না ৷ ঘটনাচক্রে তার মৃত্যু হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2016 9:15 AM IST