তল্লাশি অভিযানে বারামুল্লা থেকে আটক ৪৪জন সন্দেহভাজন জঙ্গি
Last Updated:
একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ ৷ এলাকাজুড়ে জারি করা হাই অ্যালার্ট ৷ সোমবার বারামুল্লায় তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
#শ্রীনগর: একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ ৷ এলাকাজুড়ে জারি করা হাই অ্যালার্ট ৷ সোমবার বারামুল্লায় তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এরা সকলেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরামুল্লার SHO-কে হুমকি দিয়েছেন পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা।
সোমবার উত্তর কাশ্মীরের ৭০০টি বাড়িতে হানা দেয় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে সেখান থেকে পেট্রোল বোমা, চিনের ও পাকিস্তানের পতাকা, LET ও জইশ লেটার প্যাড, বেআইনি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ৷ প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মণিশ কুমার এদিন এমনটাই জানিয়েছেন ৷
সেনা, বিএসএফ, সিআরপিএফ ও পুলিশ যৌথভাবে সোমাবার ১০টি এলাকায় তল্লাশি চালিয়েছে ৷ কাজ়ি হামাম, গানাই হামাম, তাওইড গুঞ্জ ও জামিয়া এলাকা যে খানে জঙ্গিরা সাধারণত গা ঢাকা দিয়ে থাকে সেখানেও তল্লাশি চালানো হয়েছে ৷
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছে, সোমবার মধ্যরাত ১ টার সময় গোটা এলাক ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে ৷ স্থানীয়দের বাড়ির ভিতরে থাকতে বলা হয় ৷ এরপর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ গত এক দশকে এই প্রথম এরকম অভিযান চালানো হয়েছে বরামু্লায় ৷
পুলিশের তরফে জানানো তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ সেই খবরের ভিত্তিতে তারা হানা দেয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2016 2:16 PM IST