Accident: রক্তে ভাসল রাস্তা! বাঙালির প্রিয় মুসৌরিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ৪ জনকে পিষে দিল মার্সিডিজ় গাড়ি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Accident: আবারও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল মুসৌরিতে৷ বাঙালির প্রিয় মুসৌরিতে সর্বদাই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে৷ সেখানেই ঘটে গেল এই দুর্ঘটনা৷ রাতের অন্ধকারে মার্সিডিজ গাড়ি নিমেষে পিষে দিল চারজনকে৷
মুসৌরি: আবারও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল মুসৌরিতে৷ বাঙালির প্রিয় মুসৌরিতে সর্বদাই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে৷ সেখানেই ঘটে গেল এই দুর্ঘটনা৷ রাতের অন্ধকারে মার্সিডিজ গাড়ি নিমেষে পিষে দিল চারজনকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজ শেষ করে ফিরছিল ৪ জন শ্রমিক৷ ঠিক সেই সময়েই দ্রুতগতিতে মার্সিডিজ গাড়ি পিষে দেয় ৪ জনকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের৷ ওই দুর্ঘটনায় রাজপুর থানা এলাকায় উত্তরাঞ্চল হাসপাতালেপ কাছে সাঁই মন্দিরের কাছেই আহত হয়েছেন আরও ২ জন৷ তাদেরকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
advertisement
advertisement
দেরাদুনের এসএসপি বলেছেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে৷ সেখানেই দেখা গিয়েছে মার্সিডিজ গাড়িটি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়৷ চালকের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2025 3:09 PM IST