#নয়াদিল্লি: ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় টাউতে(Cyclone Tauktae) ৷ একে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নাজেহাল পরিস্থিতি, তার মধ্যে চোখ রাঙাচ্ছে এই ঘূর্ণিঝড়৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে ১৬-১৯ মে -র মধ্যে পুরো সম্ভবনা রয়েছে যাতে ১৫০-১৬০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ আর তার সঙ্গে অতি ভীষণ সাইক্লোন আছড়ে পড়বে৷ হাওয়ার গতিবেগ কখনও বেড়ে বেড়ে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও হবে৷ ইতিমধ্যেই ঝড়ের দাপট শুরু হয়েছে((Cyclone Tauktae severe storm)৷ ভারী বৃষ্টি ও ঝড়ে প্রাণ হারিয়েছেন ৪ জন৷ ৭৩টি গ্রাম তছনছ হয়েছে৷ জানিয়েছে কর্নাটক বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইদুরাপ্পা (Karnataka Chief Minsiter) নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন৷ অন্যদিকে এই ঘূর্নিঝড় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah Meeting on Cyclone Tauktae) বিশেষ বৈঠকে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে৷ করোনায় নাজেহাল বৃহনমুম্বই কর্পোরেশন (COVID19 Maharastra) এই ঝড়ের আগাম সতর্কতা হিসেবে ৫৮০ জন করোনা রোগীকে কোভিড সেন্টার থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে৷ শহরে গা ঘেঁষে হবে যাবে এই ঝড়, তাই আগে থেকে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন৷ পুণে ও গোয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনি পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছে৷
Cyclone Tauktae hit coastal parts of Goa. Visuals from Panaji pic.twitter.com/qPGI0CnUjS
— ANI (@ANI) May 16, 2021
আগামী ১২ ঘণ্টা (Cyclone Tauktae 12 hours)এই ঝড়ের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কারণ এর মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে এই টাউতে৷ ভয়ঙ্কর আকার ধারণ করছে ঘূর্ণিঝড় টাউতে (Cyclone Tauktae )৷ যার জেরে কমলা সতর্কতা (Cyclone Tauktae Orange Alert) জারি করেছে মৌসম ভবন (IMD)৷ রবিবার অর্থাৎ আজ থেকে এর প্রভাব পড়তে চলেছে মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে (Cyclone Tauktae to hit Mumbai)৷ চূড়ান্ত দাপট দেখাতে চলেছে টাউতে৷ (Cyclone Tauktae severe cyclone) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে মুম্বই৷ পশ্চিম মহারাষ্ট্রের পার্বত্য অঞ্চলে বজায় থাকবে ঝড়ের দাপট৷ পূর্বাভাস মৌসম ভবনের৷
We are closely monitoring the cyclone situation in coastal areas. I am in contact with District in-charge ministers and DCs of the affected districts to ensure rescue and relief operations. Officials have been instructed to take all possible precautions & safety measures.
— B.S. Yediyurappa (@BSYBJP) May 16, 2021
CM Uddhav Balasaheb Thackeray will attend a meeting with Union Home Minister Shri @AmitShah at 11:30 am to discuss Maharashtra’s preparedness for Cyclone Tauktae.
— CMO Maharashtra (@CMOMaharashtra) May 16, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone tauktae