কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত ৪ জঙ্গি
Last Updated:
মঙ্গলবার কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ হারিয়েছে চারজন জঙ্গি ৷ কুপওয়ারা জেলায় সীমান্তরেখার কাছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয় ৪ পাকিস্তানি জঙ্গি ৷
#শ্রীনগর: মঙ্গলবার কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ হারিয়েছে চারজন জঙ্গি ৷ কুপওয়ারা জেলায় সীমান্তরেখার কাছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হল ৪ পাকিস্তানি জঙ্গি ৷ নওগাম সেক্টরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা ৷ শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে ৪ জঙ্গি ৷ একজন জঙ্গিকে গ্রেফতার করতে সফল হয়েছে সেনা ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে গুলির লড়াই ৷ আটক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাদের উদ্দেশ্যে কী ছিল এবং তাদের সঙ্গে আর কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷
ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু’র জানান, ‘এটা সেনাবাহিনীর উল্লেখযোগ্য সাফল্য ৷’
সংবাদমাধ্যমকে এক সেনা আধিকারিক জানিয়েছেন নওগাম সেক্টরে ঘটনাটি ঘটেছে ৷
advertisement
গত কয়েকদিন ধরেই বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় কাশ্মীরজুড়ে। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়ে বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও এবং অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩২ জন । আহত হন শতাধিক নিরাপত্তারক্ষীও। পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। উপত্যকাজুড়ে জারি করা হয় হাইঅ্যালার্ট। ব্যাহত হচ্ছে কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। বন্ধ রাখা হয়েছে দোকানবাজার ও যানচলাচাল ৷ আর এই সুযোগেই ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2016 2:59 PM IST