Manipur: আবারও অশান্ত মণিপুর, মুহুর্মুহু বোমা-গুলি, মৃত চার
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। রবিবার, রাজধানী শহর ইম্ফলের দক্ষিণ জেলায় সশস্ত্র বাহিনীর হানায় এক মহিলা সহ মোট চার জনের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ইম্ফল: ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। রবিবার, রাজধানী শহর ইম্ফলের দক্ষিণ জেলায় সশস্ত্র বাহিনীর হানায় এক মহিলা সহ মোট চার জনের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, পাহাড়ি অঞ্চল থেকে নিচু উপত্যকা অঞ্চলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। মূলত পার্শ্ববর্তী কোরটুক এবং কাডাংবান্দ এলাকায় ভারী গুলিবর্ষণের ফলে এক মহিলা-সহ মোট চার জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক আট বছরের শিশু কন্যাও রয়েছে।
advertisement
advertisement
হঠাৎ এই হামলায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ এলাকা ছেড়ে দূরে নিরাপদ এলাকায় পালাতে শুরু করেন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে প্রশাসন।
জানা গিয়েছে মৃত মহিলার নাম নাগানবাম সুরবালা দেবী(৩১)। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও সুরবালার মেয়ে এন রবার্ট-কেও জখম অবস্থায় ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে।
advertisement
গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে রাজ্য এবং কেন্দ্রের নিরাপত্তাবাহিনী। ঠিক কী কারণে এই হামলা ঘটল সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 01, 2024 8:44 PM IST