নদীর তীরে ৩,০১,১৫২টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল এই রাজ্য !

Last Updated:
#লখনউ: ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা নামকরণ করেছে যোগী সরকার ৷ এরপরই সুখবর ! প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড করল এই শহর ৷ সরযূ নদীর তীরে তিন লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড করল অযোধ্যা ৷
মঙ্গলবার কালীপুজো উপলক্ষ্যে আলোয় সেজে ওঠে গোটা দেশ ৷ বাদ পড়েনি অযোধ্যা শহরও ৷ ‘দ্বীপোৎসব’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠান উপলক্ষ্যেই সরযূ নদীর তীর আলোকিত হয়ে ওঠে ৷ জ্বালানো হয় ৩,০১,১৫২টি প্রদীপ ৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা ৷
advertisement
গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের আধিকারিক ঋষি নাথ বলেন, পাঁচ মিনিট একসঙ্গে ৩,০১,১৫২টি প্রদীপ জ্বলছিল নদীর তীরে ৷ যদিও সংখ্যাটা ৩.৩৫ লক্ষ করার পরিকল্পনা নিয়েছিল রাজ্যবাসী ৷ এমনটাই জানালেন তিনি ৷
advertisement
প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগেও ২০১৬ সালে ১,৫০,০০৯টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল হরিয়ানা ৷
মঙ্গলবার সকালেও যোগীর ‘সুখবর’ নিয়ে জল্পনা চলছিল । সরযূ নদীপ উপর রামের মূর্তি তৈরী বিষয়টি হয়তো চূড়ান্ত করবেন যোগী ৷ এমনটাই ভেবেছিল রাজ্যবাসী । কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে ফৈজাবাদের নাম বদল করলেন তিনি । আর তার পরেই এই বিশ্বরেকর্ড !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নদীর তীরে ৩,০১,১৫২টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল এই রাজ্য !
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement