নদীর তীরে ৩,০১,১৫২টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল এই রাজ্য !

Last Updated:
#লখনউ: ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা নামকরণ করেছে যোগী সরকার ৷ এরপরই সুখবর ! প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড করল এই শহর ৷ সরযূ নদীর তীরে তিন লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড করল অযোধ্যা ৷
মঙ্গলবার কালীপুজো উপলক্ষ্যে আলোয় সেজে ওঠে গোটা দেশ ৷ বাদ পড়েনি অযোধ্যা শহরও ৷ ‘দ্বীপোৎসব’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠান উপলক্ষ্যেই সরযূ নদীর তীর আলোকিত হয়ে ওঠে ৷ জ্বালানো হয় ৩,০১,১৫২টি প্রদীপ ৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা ৷
advertisement
গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের আধিকারিক ঋষি নাথ বলেন, পাঁচ মিনিট একসঙ্গে ৩,০১,১৫২টি প্রদীপ জ্বলছিল নদীর তীরে ৷ যদিও সংখ্যাটা ৩.৩৫ লক্ষ করার পরিকল্পনা নিয়েছিল রাজ্যবাসী ৷ এমনটাই জানালেন তিনি ৷
advertisement
প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগেও ২০১৬ সালে ১,৫০,০০৯টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল হরিয়ানা ৷
মঙ্গলবার সকালেও যোগীর ‘সুখবর’ নিয়ে জল্পনা চলছিল । সরযূ নদীপ উপর রামের মূর্তি তৈরী বিষয়টি হয়তো চূড়ান্ত করবেন যোগী ৷ এমনটাই ভেবেছিল রাজ্যবাসী । কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে ফৈজাবাদের নাম বদল করলেন তিনি । আর তার পরেই এই বিশ্বরেকর্ড !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নদীর তীরে ৩,০১,১৫২টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল এই রাজ্য !
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement