Tripura: বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বাম শিবিরে ভাঙন, পেচারথলে সভা তৃণমূলের
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এই পথসভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবের উপস্থিতিতে ১০৬টি পরিবারের ৩০০ জন ভোটার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে সূত্রের খবর।
#ত্রিপুরা: বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বাম শিবিরে বড় ভাঙন। কমপক্ষে ৩০০ জন বাম সমর্থক যোগ দিলেন তৃণমূলে। পেচারথলে উদ্বোধন হল তৃণমূলের নতুন কার্যালয়।
এদিন নতুন কার্যালয় উদ্বোধনের পরে মিছিলও করে তৃণমূল। শেষে হয় পথসভা। পেচারথল বাজারে এক বড় মিছিলের আয়োজন করেন স্থানীয় নেতৃত্ব। পাশাপাশি, পেচারথল গেটের কাছে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পূর্ণিতা চাকমা-সহ অন্য নেতৃবৃন্দেরা।
advertisement
advertisement
এই পথসভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবের উপস্থিতিতে ১০৬টি পরিবারের ৩০০ জন ভোটার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে সূত্রের খবর।
advertisement
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন, "আপনারা দেখতে পাচ্ছেন মানুষের তৃণমূল কংগ্রেসের পক্ষে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন রয়েছে। এত প্রতিকূলতা, আমাদের এত নেতাদের উপরে আক্রমণ হচ্ছে, তারপরেও মানুষ যে রাস্তায় নেমেছেন। এটাই প্রমাণ করে যে, তৃণমূল কংগ্রেস আগামিদিনে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।"
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "আমরা চাই আগামিদিনে জনসাধারণের আশীর্বাদে এই বিধানসভা জিতে এই এলাকার উন্নয়ন করতে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো পশ্চিমবঙ্গে করে দেখিয়েছেন, সেই সুশাসন আমরা ত্রিপুরায় আনতে চাইছি। মানুষের আশীর্বাদের আশা রেখে মাঠে নেমেছি এবং ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য কাজ করব।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Tripura
First Published :
January 12, 2023 10:13 AM IST