নৃশংস ! তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ

Last Updated:
#নয়াদিল্লি: প্রতিবেশীর হাতে ধর্ষণের শিকার তিন বছরের শিশুকন্যা ৷ ঘটনাস্থল দিল্লির দ্বারকা এলাকা ৷ গুরুতর অসুস্থ অবস্থায় দীন দয়াল হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন শিশুকন্যাটির অবস্থা আশঙ্কাজনক ৷ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ পসকো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷
ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার বিকেলে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম রঞ্জিত ৷ শিশুটির মা বাবা দু’জনেই কাজে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিল বাচ্চাটি ৷ এরপরই সুযোগ বুঝে তাদের ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম রঞ্জিত ৷
শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি এবং তার মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন ৷ সারাদিন কাজের পর সামান্যতম যেটুকু রোজগার হয়, তাতে কোনওমতে সংসার চালান তাঁরা ৷ আচমকা মেয়ের সঙ্গে ঘটা এহেন বর্বরোচিত ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর মা-বাবা ৷
advertisement
advertisement
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দিল্লির মহিলা কমিশন ৷ নরেন্দ্র মোদির উদ্দেশে ট্যুইট করে উদ্বেগও প্রকাশ করেন মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস ! তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement