পাক গুপ্তচর সন্দেহে গোটা দেশ থেকে আটক ৩

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে গত ২৪ ঘণ্টায় গোটা দেশ থেকে তিনজন আইএস সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ ৷

#মুম্বই: ভারতে সন্ত্রাসের জাল ছড়ানোর চেষ্টায় আইএস ৷ গোপন সূত্রে খবর পেয়ে গত ২৪ ঘণ্টায় গোটা দেশ থেকে তিনজন আইএস সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ ৷
মুম্বই পুলিশ ও উত্তরপ্রদেশ এটিএস-এর যৌথ অভিযানে মু্ম্বই ও উত্তরপ্রদেশ থেকে পাক গুপ্তচর সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করে ৷ এদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেলেও তৃতীয়জনের পরিচয় জানা যায়নি ৷
বুধবার রাতে উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে ধৃত আফতাব আতিফ আলির কাছ থেকে মোবাইল ও প্রচুর বেআইনি সিম কার্ড ছাড়াও ৭০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ এছাড়াও মিলেছে সেনা ছাউনির অন্দরের ছবিও ৷
advertisement
advertisement
এটিএস জানিয়েছে, হাওলার মাধ্যমে টাকা লেনদেন করত আফতাব ৷ সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাক গুপ্তচর সংস্থার নির্দেশে মুম্বইয়ের আশ্রয় নেওয়া আলতাফ কুরেশির কাছে টাকা পাঠাত সে ৷ আলতাফকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই আফতাবের সূত্র পায় এটিএস ৷ ধৃতদের জেরা করে আইএস-এর আরও পরিকল্পনা সম্বন্ধে জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাক গুপ্তচর সন্দেহে গোটা দেশ থেকে আটক ৩
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement