সীমান্তে তিন জওয়ান শহিদের কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা

Last Updated:

তিন সেনা জওয়ান শহিদ হওয়ার পরে নতুন করে সীমান্ত পরিস্থিতির অবনতি হয়েছে।

#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ভারত-পাক সীমান্তে গোলাগুলি অব্যাহত ৷ প্রায় প্রতিদিনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাক সেনা ৷ এর মধ্যেই আবার তিন ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার ঘটনা ঘটেছে সীমান্তে ৷ যার জবাব ভালমতোই দিচ্ছে ভারতীয় সেনা ৷
তিন সেনা জওয়ান শহিদ হওয়ার পরে নতুন করে সীমান্ত পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতীয় সেনা যে এবার আর ছেড়ে কথা বলবে না সেটা আগেই জানিয়ে দিয়েছিল। মারাত্মক আঘাত হানার নির্দেশও দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তাই লাইন অফ কন্ট্রোল থেকে পাক সেনাকে একের পর এক বুলেটে জবাব দিচ্ছে ভারতীয় সেনা। সেনা সূত্রে জানা গিয়েছে, ২০০৩-এর পর এই প্রথম এত কড়া জবাব দিচ্ছে ভারত।পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে গোলাগুলি ছুঁড়তে মর্টার এবং আর্টিলারি বন্দুক ব্যবহার করা হচ্ছে ।
advertisement
পুঞ্চ, রাজৌরি, কেল, মাচিল গোটা সীমান্ত জুড়ে শুধুই গোলাগুলির শব্দ। একবার নয়, পরপর দু’বার একই ধরনের বর্বরোচিত কাজ করেছে পাকিস্তান। তাই পাক সেনাকে কঠিন জবাব দিতে কোমর বেঁধে তৈরি জওয়ানেরা। অন্যদিকে, বুধবার সকাল থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করেছে পাক সেনা।মঙ্গলবার কাশ্মীরের মাচিল সেক্টরে পাক রেঞ্জার্সের বর্ডার অ্যাকশন টিমের গুলিতে শহিদ হন তিন জওয়ান। একজনের অঙ্গচ্ছেদ করা হয়।  গত মাসেও মাচিল সেক্টরে এক ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করে পালায় পাক জঙ্গিরা। মনদীপ সিং নামে ওই জওয়ানের মৃত্যু হয়। পাক আর্মির কভার ফায়ারের মাধ্যমে ওই জঙ্গিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে একের পর এক পাক সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে তিন জওয়ান শহিদের কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement